নয়াদিল্লি, 18 জুলাই: লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকে তিন সহকর্মীকে গুলি করে গ্রেফতার সিকিম পুলিশের এক আধিকারিক ৷ নয়াদিল্লির রোহিণীর হায়দারপুর প্ল্যান্টে কর্তব্যরত অবস্থায় কোনও বিষয় নিয়ে সোমবার বিবাদে জড়িয়ে পড়েন ওই পুলিশকর্মীরা ৷ তারই ফলশ্রুতিতে আগ্নেয়াস্ত্র থেকে তিন সহকর্মীকে গুলিবিদ্ধ করেন একজন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সহকর্মীর ৷ তৃতীয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Two died as Sikkim police jawan opened fire on his own comrades) ৷
নিহতরা হলেন ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সদস্য কমান্ডার পিন্টো ভুটিয়া, কনস্টেবল ইন্দ্রলাল ছেত্রী এবং ধানহাং সুব্বা ৷ ঘটনার কথা জানাতে গিয়ে রোহিণীর ডেপুটি কমিশনার অফ পুলিশ এক সংবাদসংস্থাকে বলেছেন, "ওই পুলিশকর্মী হায়দারপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কর্তব্যরত ছিলেন ৷ এদিন আগ্নেয়াস্ত্র থেকে তিনি তাঁর তিন সহকর্মীকে গুলিবিদ্ধ করেন ৷ এদের মধ্যে দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ তৃতীয় পুলিশকর্মী (ধানহাং সুব্বা) বর্তমানে রোহিণীর ড: বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই মনে করা হচ্ছে ৷" যদিও পরে ধানহাং সুব্বার মৃত্যু হয় ৷