সিকিম, 2 ডিসেম্বর: ওমিক্রনের আতঙ্ক (Omicron concerns) ! ঝুঁকি না নিয়ে বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সিকিম সরকার (Sikkim bans entry of foreigners due to Omicron) । 30 নভেম্বর সিকিম সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে ।
আসন্ন শীতে ভরা পর্যটনের মরসুম । করোনার ঢেউ সামলে ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করেছে পর্যটন শিল্প । সিকিমের পেলিং, ইয়ংথান, ছাঙ্গু, বাবা মন্দির, গ্যাংটক, লাচুং সমেত বিভিন্ন জায়গায় আসতে শুরু করেছেন দেশি, বিদেশি পর্যটকেরা (Sikkim Tourism news) । কিন্তু এর মাঝেই ইউরোপের কয়েকটি দেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইজ়রায়েলে করোনার আরও ভয়ঙ্কর রূপ ওমিক্রনের সন্ধান মিলেছে (Omicron) । করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতার জেরে এবার আগেভাগে উত্তরবঙ্গ লাগোয়া এই ছোট্ট রাজ্যটি বিদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করল ।
সিকিমে এই মুহূর্তে উত্তর আমেরিকা, নেদারল্যান্ডস, ইউক্রেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সমেত আরও বিভিন্ন দেশের পর্যটকেরা রয়েছেন । ওই নির্দেশিকা জারি হতে তাঁদেরও ধীরে ধীরে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ।
আরও পড়ুন : Resumption of International Flights : ওমিক্রন গেরো, ফের স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পরিকল্পনা
এই সিদ্ধান্ত উত্তরের পর্যটনে ফের বড়সড় ধাক্কা বলে মনে করছে পর্যটনমহল (Omicron fear hampers tourism industry) । হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক-এর (Himalayan Hospitality & Tourism Development Network) সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এটা একটা বড় ধাক্কা বটে । কিন্তু মানুষের স্বার্থে ওই সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার । আপাতত সিকিমে কোনও জায়গাতেই বিদেশি পর্যটকের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে । যাঁরা এই ঘোষণার আগে থেকে সিকিমে রয়েছেন, তাঁদেরও ধীরে ধীরে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ।"
সারা বছর উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের পর্যটন সার্কিট মিলিয়ে প্রায় 8 থেকে 10% বিদেশি পর্যটকে ভিড় জমান । করোনার কারণে বিগত দু'বছরে একইভাবে ভিন রাজ্যের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । মাঝে গ্রাফ কিছুটা কমলেও ফের বিশ্বজুড়ে ওমিক্রনের আতঙ্ক ছড়িয়েছে । যার ফলে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ সিকিম সরকার। পাশাপাশি কেন্দ্র সরকারও বিদেশি পর্যটকের প্রবেশে বেশ কড়া পদক্ষেপ করেছে ।
তবে দেশের মধ্যে ভিন রাজ্যের পর্যটকদের জন্য এখনও পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা জারি করেনি সিকিম সরকার । অন্য রাজ্য থেকে এলে পর্যটকদের কোভিড-19 ভ্যাকসিনের দুটো ডোজ়ের সার্টিফিকেট জমা দিতে হবে ৷ ভ্যাকসিনের একটি ডোজ় নেওয়া থাকলে রাজ্যটিতে প্রবেশের 48 ঘণ্টা আগে করা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দিতে হবে ৷
আরও পড়ুন : Covid 19 Restrictions Extended in Bengal : দুশ্চিন্তা ওমিক্রন, রাজ্যে করোনা বিধিনিষেধ বাড়ল 15 ডিসেম্বর পর্যন্ত