পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Army rescue tourists stranded in Sikkim: প্রবল তুষারপাতে সিকিমে আটকে পড়া 300 পর্যটককে উদ্ধার করল সেনা

উত্তর সিকিমের লাচুঙে (heavy snowfall in Lachung) তীব্র তুষারপাতে আটকে পড়া প্রায় 300 জন পর্যটককে (Army rescue tourists stranded in Sikkim) উদ্ধার করেছে ভারতীয় সেনা ৷

sikkim-army-rescue-300-tourists-stranded-in-heavy-snowfall
প্রবল তুষারপাতে সিকিমে আটকে পড়া 300 পর্যটককে উদ্ধার করল সেনা

By

Published : Dec 30, 2021, 9:55 AM IST

লাচুং (সিকিম), 30 ডিসেম্বর:উত্তর সিকিমেপ্রবল তুষারপাতে সঙ্কটে পর্যটকরা ৷ আটকে পড়েছেন অনেকে ৷ বুধবার লাচুং (heavy snowfall in Lachung) থেকে প্রায় 300 জন পর্যটককে (Army rescue tourists stranded in Sikkim) উদ্ধার করেছে ভারতীয় সেনা ৷ তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসে গরম খাবার দেওয়া হয়েছে ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷

সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছে, "উত্তর সিকিমের লাচুঙে আটকে পড়া 300 পর্যটককে (army rescue 300 tourists) সাহায্য করেছে ভারতীয় সেনা ৷ রাস্তা খুলে দেওয়া, চিকিৎসা ও গরম খাবারের ব্যবস্থা করায় সাহায্য করা হয়েছে ৷"

আরও পড়ুন: Snowfall In Darjeeling: শৈলরানিতে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল

শনিবার পূর্ব সিকিমের চিনা সীমান্তের কাছে নাথু লা-তে প্রবল তুষারপাতের কারণে আটকে (tourists stranded in Sikkim) পড়েছিলেন প্রায় 1027 জন পর্যটক ৷ বুধবার সকালে তাঁদের উদ্ধার করে সেনাবাহিনী (Army rescue tourist)৷

আরো পড়ুন:Snowfall at Jammu and Kashmir Doda : বরফ ও রোদের লুকোচুরিতে মোহময়ী ভূস্বর্গ

শনিবার দুপুর থেকেই নাথু লা (heavy snowfall in Nathu La), সমগো লেক ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবল তুষারপাত শুরু হয় ৷ তাপমাত্রা নেমে যায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ৷ বেড়াতে গিয়ে আটকে পড়েন বহু পর্যটক ৷ বরফ জমে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ৷ বরফ সরিয়ে রাস্তা খোলার কাজ শুরু হয়েছে ৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার এবং তাঁদের খাবার-দাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে সেনাবাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details