পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Army rescue tourists stranded in Sikkim: প্রবল তুষারপাতে সিকিমে আটকে পড়া 300 পর্যটককে উদ্ধার করল সেনা - সেনাবাহিনীর টুইট

উত্তর সিকিমের লাচুঙে (heavy snowfall in Lachung) তীব্র তুষারপাতে আটকে পড়া প্রায় 300 জন পর্যটককে (Army rescue tourists stranded in Sikkim) উদ্ধার করেছে ভারতীয় সেনা ৷

sikkim-army-rescue-300-tourists-stranded-in-heavy-snowfall
প্রবল তুষারপাতে সিকিমে আটকে পড়া 300 পর্যটককে উদ্ধার করল সেনা

By

Published : Dec 30, 2021, 9:55 AM IST

লাচুং (সিকিম), 30 ডিসেম্বর:উত্তর সিকিমেপ্রবল তুষারপাতে সঙ্কটে পর্যটকরা ৷ আটকে পড়েছেন অনেকে ৷ বুধবার লাচুং (heavy snowfall in Lachung) থেকে প্রায় 300 জন পর্যটককে (Army rescue tourists stranded in Sikkim) উদ্ধার করেছে ভারতীয় সেনা ৷ তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসে গরম খাবার দেওয়া হয়েছে ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷

সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছে, "উত্তর সিকিমের লাচুঙে আটকে পড়া 300 পর্যটককে (army rescue 300 tourists) সাহায্য করেছে ভারতীয় সেনা ৷ রাস্তা খুলে দেওয়া, চিকিৎসা ও গরম খাবারের ব্যবস্থা করায় সাহায্য করা হয়েছে ৷"

আরও পড়ুন: Snowfall In Darjeeling: শৈলরানিতে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল

শনিবার পূর্ব সিকিমের চিনা সীমান্তের কাছে নাথু লা-তে প্রবল তুষারপাতের কারণে আটকে (tourists stranded in Sikkim) পড়েছিলেন প্রায় 1027 জন পর্যটক ৷ বুধবার সকালে তাঁদের উদ্ধার করে সেনাবাহিনী (Army rescue tourist)৷

আরো পড়ুন:Snowfall at Jammu and Kashmir Doda : বরফ ও রোদের লুকোচুরিতে মোহময়ী ভূস্বর্গ

শনিবার দুপুর থেকেই নাথু লা (heavy snowfall in Nathu La), সমগো লেক ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবল তুষারপাত শুরু হয় ৷ তাপমাত্রা নেমে যায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ৷ বেড়াতে গিয়ে আটকে পড়েন বহু পর্যটক ৷ বরফ জমে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট ৷ বরফ সরিয়ে রাস্তা খোলার কাজ শুরু হয়েছে ৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার এবং তাঁদের খাবার-দাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে সেনাবাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details