কলকাতা, 6 অগস্ট: কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গত আট বছর ধরে প্রতিদিন স্বামীর হাতে নিগৃহীত হতে হচ্ছিল তাঁকে ৷ সেই অত্যাচার সহ্য করতে না-পেরে আত্মহননের পথই বেছে নিলেন মার্কিন নিবাসী ভারতীয় মহিলা ৷ মারা যাওয়ার আগে সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় কাঁদতে কাঁদতে বলে গেলেন তাঁর উপর ঘটে যাওয়া নারকীয় অত্যাচারের কথা (Indian Origin woman in New York ends her life) ৷
ঘটনাটি ঘটেছে নিউইয়র্কে ৷ মৃত মহিলার নাম মনদীপ কৌর (30) ৷ জানা গিয়েছে, 2015 সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি দিয়েছিলেন পঞ্জাবি এই মহিলা ৷ নিউইয়র্কের রিচমন্ড এলাকায় থাকতেন তাঁরা ৷ বিয়ের আগে তিনি পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের বিজনৌরে থাকতেন ৷
তাঁর মৃত্যুর জন্য স্বামী রণজ্যোৎভির সিং সান্ধুকে দায়ী করে গিয়েছেন মনদীপ ৷ তাঁর দুটি কন্যা সন্তান রয়েছে ৷ তাদের বয়স 4 ও 2 বছর ৷ বর্তমানে শিশু দুটি তাদের বাবার সঙ্গে নিউইয়র্কেই রয়েছেন ৷ 3 অগস্ট আত্মঘাতী হন ওই মহিলা ৷ মৃত্যুর আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন মনদীপ কৌর ৷ সেখানে তিনি বলেন, "কন্যা সন্তানের জন্ম দেওয়ায় আমার স্বামী আমাকে পেটান ৷ গত আট বছর ধরে প্রতিদিন আমায় স্বামীর হাতে নিগ্রহের শিকার হতে হচ্ছে ৷ আমি আর সহ্য করতে পারছি না ৷ বাবা আমি মৃত্যুর পথ বেছে নিচ্ছি, ক্ষমা করে দিও আমায় ৷"
আরও পড়ুন: ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্পা-এর ম্যানেজার ও গ্রাহক
গার্হস্থ্য হিংসার জেরে মেয়ের এই মৃত্যুর ঘটনার পর থানায় এফআইআর দায়ের করেছেন মনদীপের বাবা যশপাল সিং ৷ জামাই ছাড়াও মনদীপের শ্বশুর মুকতার সিং, শাশুড়ি কুলদীপরাজ কৌর ও দেওরের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷