পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covishield vaccine as booster dose: ওমিক্রনকে ঠেকাতে কোভিশিল্ডের বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট

ওমিক্রনকে ঠেকাতে (Omicron variant) কোভিশিল্ডের বুস্টার ডোজ (Covishield vaccine as booster dose) ব্যবহারের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট (Serum Institute of India) অফ ইন্ডিয়া (SII seeks DCGI approval)৷

SII seeks DCGIs approval for Covishield vaccine as booster dose amid Omicron variant concerns
ওমিক্রনকে ঠেকাতে কোভিশিল্ডের বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট

By

Published : Dec 2, 2021, 12:11 PM IST

Updated : Dec 2, 2021, 2:35 PM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর:কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron variant) নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব ৷ অজানা শত্রুর মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে দেশ ৷ এই অবস্থায় ঝুঁকি এড়াতে কোভিশিল্ড টিকার বুস্টার ডোজ (Covishield vaccine as booster dose) ব্যবহার করতে চায় সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII)৷ বুস্টার ডোজের জন্য অনুমতি পেতে ইতিমধ্যেই দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে আবেদন করেছে আদর পুনাওয়ালার কোম্পানি (SII seeks DCGI approval)৷ দেশে পর্যাপ্ত পরিমাণে টিকার বুস্টার ডোজ রয়েছে বলেও তারা দাবি করেছে ৷

আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের আবির্ভাবে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণেই টিকার বুস্টার ডোজ দেওয়ার চাহিদা বাড়ছে ৷ সেরাম ইনস্টিটিউটই (Serum Institute of India) প্রথম ভারতীয় কোম্পানি যারা কোভিড 19-এর বুস্টার ডোজের জন্য অনুমতি চাইল ৷ টিকাকরণে জাতীয় প্রযুক্তিগত পরামর্শদাতা দল (National Technical Advisory Group on Immunization) ও ভাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের জাতীয় পরামর্শদাতা দল (National Expert Group on Vaccine Administration) বুস্টার ডোজের বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে সংসদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ওমিক্রন আতঙ্ক মাথাচাড়া দেওয়ার পরই রাজস্থান, ছত্তিসগড়, কর্নাটক ও কেরালার মতো রাজ্যগুলি বুস্টার ডোজের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে ৷

আরও পড়ুন:New COVID Guidelines : নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসআইআই-এর সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla on booster dose) বলেছেন, অক্সফোর্ডের বিজ্ঞানীরা একটি নতুন টিকা আনতে পারেন, যেটি এই নয়া ভ্যারিয়েন্ট রুখতে 6 মাসের জন্য বুস্টার হিসেবে কাজ করবে ৷

আরও পড়ুন:Resumption of International Flights : ওমিক্রন গেরো, ফের স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পরিকল্পনা

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া কোভিডের B.1.1.529 ভ্যারিয়েন্টকে 26 নভেম্বর উদ্বেগের বলে চিহ্নিত করে হু (WHO) ৷ এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয় ওমিক্রন ৷ এর চরিত্র বুঝতে দক্ষিণ আফ্রিকা-সহ গোটা বিশ্বের বিশেষজ্ঞরা গবেষণা চালাচ্ছেন ৷ আগাম ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক যাত্রীদের দেশে প্রবেশের নানা বিধি আরোপ করেছে সরকার ৷ ওমিক্রন আতঙ্কের জেরে মঙ্গলবার মধ্যরাত থেকে বিমানবন্দরে নতুন কোভিডবিধি কার্যকর করা হয়েছে ৷ এ ক্ষেত্রে বিদেশ থেকে আসা যাত্রীদের বাড়তি কিছু নিয়ম মানতে হচ্ছে ৷ বিশেষ করে যে সমস্ত দেশ 'ঝুঁকিপূর্ণ' রাষ্ট্রের তালিকায় রয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:Covid Vaccine Booster Dose : কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ ব্যবহারের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত আমেরিকার

Last Updated : Dec 2, 2021, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details