নয়াদিল্লি, 2 ডিসেম্বর:কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron variant) নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব ৷ অজানা শত্রুর মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে দেশ ৷ এই অবস্থায় ঝুঁকি এড়াতে কোভিশিল্ড টিকার বুস্টার ডোজ (Covishield vaccine as booster dose) ব্যবহার করতে চায় সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII)৷ বুস্টার ডোজের জন্য অনুমতি পেতে ইতিমধ্যেই দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে আবেদন করেছে আদর পুনাওয়ালার কোম্পানি (SII seeks DCGI approval)৷ দেশে পর্যাপ্ত পরিমাণে টিকার বুস্টার ডোজ রয়েছে বলেও তারা দাবি করেছে ৷
আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের আবির্ভাবে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণেই টিকার বুস্টার ডোজ দেওয়ার চাহিদা বাড়ছে ৷ সেরাম ইনস্টিটিউটই (Serum Institute of India) প্রথম ভারতীয় কোম্পানি যারা কোভিড 19-এর বুস্টার ডোজের জন্য অনুমতি চাইল ৷ টিকাকরণে জাতীয় প্রযুক্তিগত পরামর্শদাতা দল (National Technical Advisory Group on Immunization) ও ভাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের জাতীয় পরামর্শদাতা দল (National Expert Group on Vaccine Administration) বুস্টার ডোজের বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে সংসদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ওমিক্রন আতঙ্ক মাথাচাড়া দেওয়ার পরই রাজস্থান, ছত্তিসগড়, কর্নাটক ও কেরালার মতো রাজ্যগুলি বুস্টার ডোজের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে ৷
আরও পড়ুন:New COVID Guidelines : নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর