নয়াদিল্লি, 17 মার্চ : ফের কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Sidhu embarrasses Congress) ৷ পঞ্জাবে কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে দলের অস্বস্তি বাড়িয়েছেন ৷ পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানের হাত ধরে সীমান্তবর্তী ওই রাজ্যে মাফিয়া বিরোধী যুগ শুরু হল বলে তিনি দাবি করেছেন (Sidhu says New anti-Mafia era in Punjab starts after Bhagwant Mann takes charge as CM) ৷
তবে এই প্রথম নয়, এর আগেও কংগ্রেসের অন্দরে থেকেই দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে সিধুকে ৷ তিনি একসময় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ আবার ক্যাপ্টেনের পরে দায়িত্ব নেওয়া পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সমালোচনা করেছেন তিনি ৷ এবার সরাসরি কংগ্রেসের সমালোচনা করেননি সিধু ৷ বরং আপের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আসলে কংগ্রেসকেই বিঁধেছেন ৷
সিধু টুইটারে লিখেছেন, তাঁর বিশ্বাস পুনরুজ্জীবন ঘটিয়ে পঞ্জাবে মানুষের জন্য নীতি প্রণয়ন করবেন নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann) ৷ তাঁর (ভগবন্ত) উপর যে পাহাড় প্রমাণ আশা রয়েছে, তা পূরণ করতে পারবেন নতুন মুখ্যমন্ত্রী ৷