পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sidhu Moose Wala Murder Case : সিধু মুসওয়ালা খুনে উত্তরাখণ্ডে ধৃত 1, আটক 5 - সিধু মুসওয়ালা খুন

রবিবার পঞ্জাবের মানসা জেলায় জনপ্রিয় এই গায়ককে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী (Punjabi Singer Sidhu Moose Wala Murdered) ৷ মৃত্যুর মাত্র একদিন আগেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে পঞ্জাবের আপ সরকার ৷

Sidhu Moose Wala
সিধু মুসওয়ালা খুনে উত্তরাখণ্ডে ধৃত 1

By

Published : May 30, 2022, 10:47 PM IST

দেরাদুন, 30 মে: পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা খুনের ঘটনায় একজনকে গ্রেফতার ও পাঁচজনকে আটক করেছে পুলিশ (one arrested Sidhu Moose Wala Murder Case) ৷ জানা গিয়েছে, সোমবার উত্তরাখণ্ড ও পঞ্জাব পুলিশের এসটিএফ ও দেরাদুন পুলিশের যৌথ অভিযানে দেরাদুন থেকে এই অভিযুক্তদের ধরা হয় ৷ হেমকুণ্ড সাহিব যাত্রার পূন্যার্থীদের ভিড়ে লুকিয়ে ছিল তারা ৷ জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মূল অপরাধীদের গাড়ি ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছিল ৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, এই খুনের ঘটনায় জড়িতদের ছাড়া হবে না, সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে ঘটনার চক্রীদের ধরে মৃতের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিতে ৷ সিধু মুসওয়ালার বাবা পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, হাইকোর্টের কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে এর তদন্ত করা হোক ৷ প্রয়োজনে সিবিআই বা এনআইএ তদন্তের দাবিও করেছে সিধু মুসওয়ালার পরিবার ৷

আরও পড়ুন : মুসওয়ালা-হত্যাকাণ্ডে নয়া মোড়, ফেসবুক পোস্টে খুনের দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডি ব্রারের

রবিবার পঞ্জাবের মানসা জেলায় জনপ্রিয় এই গায়ককে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ মৃত্যুর মাত্র একদিন আগেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে পঞ্জাবের আপ সরকার ৷ এই দুষ্কৃতী হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details