পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MP Urinate on Tribal Incident: দলিতের মুখে প্রস্রাব! পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা প্রবেশ শুক্লা

সিঁড়িতে বসা এক তফশিলি উপজাতিভুক্ত দলিত তরুণের মুখে প্রস্রাব করছে এক যুবক ৷ এই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে ৷ রাত দুটো নাগাদ পুলিশের হাতে ধরা পড়ে ওই সন্দেহভাজন ৷ তার নাম প্রবেশ শুক্লা ৷

ETV Bharat
প্রভেশ শুক্লা

By

Published : Jul 5, 2023, 9:15 AM IST

Updated : Jul 5, 2023, 11:20 AM IST

ভোপাল, 5 জুলাই: পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা প্রবেশ শুক্লা ৷ এক আদিবাসী তরুণের মুখের মধ্যে প্রস্রাব করছেন তিনি ৷ সেইসময় তাঁর মুখে ছিল সিগারেট ৷ আর আদিবাসী তরুণ বসে ছিলেন সিঁড়িতে ৷ এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়া এবং দেশে ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ওই অভিযুক্তকে ধরে ফেলে ৷

এই ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এবং তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার রোধের আইনে মামলা দায়েরের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী ৷

ভিডিয়োটি ভাইরাল হতেই প্রবেশ শুক্লার সন্ধান শুরু করে পুলিশ ৷ জানা গিয়েছে, রাত 2 টো নাগাদ অভিযুক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় পালানোর চেষ্টা করে ৷ সে সময় পুলিশ তার পথ রুখে দাঁড়ায় ৷ ধাওয়া করে তাকে শেষমেশ গ্রেফতার করা হয়। এই ঘটনার বিষয়ে আরও জানতে পুলিশের একটি দল ইতিমধ্যে তার স্ত্রী এবং বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেছে ৷

আরও পড়ুন: নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ! আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাবের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দলিতের মুখে প্রস্রাবের ঘটনার ভিডিয়োটি ভাইরাল হতেই প্রভেশ পালিয়ে বেড়াচ্ছিল ৷ মধ্যপ্রদেশের সিদ্ধির এএসপি অঞ্জু লতা পাটলে বলেন, "আমরা অভিযুক্ত প্রবেশ শুক্লাকে গ্রেফতার করেছি ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই ঘটনায় খুব তাড়াতাড়ি আইনি পদক্ষেপ করা হবে ৷"

সামাজিক মাধ্যমে এই ভিডিয়োটি রীতিমতো ঝড় তুলেছে ৷ কেউ কেউ মধ্যপ্রদেশ সরকারকে দোষারোপ করছে যে, এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে ৷ সেই বিতর্কের আগুন যাতে না-ছড়ায় সেই কারণে আগেভাগে প্রবেশ শুক্লাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ সরকার ৷ অনেকে দাবি করেছে, শুধুমাত্র দোষী সাব্যস্ত করেই এই মামলাটিকে শেষ করা উচিত নয় ৷ যেমনটা বেশির ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে ৷

Last Updated : Jul 5, 2023, 11:20 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details