ভোপাল, 6 জুলাই: অত্যাচারিত আদিবাসী ব্যক্তির পা ধুইয়ে দিলেন স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার সকালে শিবরাজ সিং চৌহান তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসেন পেশায় দিনমজুর ওই আদিবাসী ব্যক্তিকে ৷ মধ্যপ্রদেশের সিদ্ধিতে এক বিজেপি নেতা ওই ব্যক্তির মুখে প্রস্রাব করে দেন। সেই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছিল ক'দিন আগে ৷ বুধবার ভোররাতে অভিযুক্ত বিজেপি নেতা প্রবেশ শুক্লাকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর নিজের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এই কাণ্ড করলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
এই ভিডিয়োটি তিনি টুইট করেন ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লেখেন, "এই ভিডিয়োটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ৷ কারণ এতে সবাই বুঝতে পারবে, শিবরাজ সিং চৌহান জনতাকে ভগবান বলে মনে করেন ৷ কারও সঙ্গে অত্যাচার হলে তা বরদাস্ত করা হবে না ৷ রাজ্যে প্রত্যেক নাগরিকের সম্মান আমার সম্মান ৷" ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যত্ন করে ওই আদিবাসীর পা ধুইয়ে দিচ্ছেন ৷ তারপর সেই জল মাথায় ছুঁইয়ে তিলক কাটছেন ৷