পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sidhi Tribal Urination Update: মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই 'আদিবাসীর' পা ধুইয়ে দিলেন, করলেন ভগবান সম্বোধন - ব্যক্তির পা ধুইয়ে দিলেন

মধ্যপ্রদেশে আদিবাসীর মুখে প্রস্রাব কাণ্ডে নয়া মোড় ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর সরকারি বাসভবনে ওই ব্যক্তিকে নিয়ে আসেন এবং তাঁর নিজে হাতে তাঁর পা ধুইয়ে দেন ৷

ETV Bharat
প্রস্রাব কাণ্ড

By

Published : Jul 6, 2023, 1:58 PM IST

ভোপাল, 6 জুলাই: অত্যাচারিত আদিবাসী ব্যক্তির পা ধুইয়ে দিলেন স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার সকালে শিবরাজ সিং চৌহান তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসেন পেশায় দিনমজুর ওই আদিবাসী ব্যক্তিকে ৷ মধ্যপ্রদেশের সিদ্ধিতে এক বিজেপি নেতা ওই ব্যক্তির মুখে প্রস্রাব করে দেন। সেই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছিল ক'দিন আগে ৷ বুধবার ভোররাতে অভিযুক্ত বিজেপি নেতা প্রবেশ শুক্লাকে গ্রেফতার করে পুলিশ ৷ তারপর নিজের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এই কাণ্ড করলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

এই ভিডিয়োটি তিনি টুইট করেন ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লেখেন, "এই ভিডিয়োটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ৷ কারণ এতে সবাই বুঝতে পারবে, শিবরাজ সিং চৌহান জনতাকে ভগবান বলে মনে করেন ৷ কারও সঙ্গে অত্যাচার হলে তা বরদাস্ত করা হবে না ৷ রাজ্যে প্রত্যেক নাগরিকের সম্মান আমার সম্মান ৷" ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যত্ন করে ওই আদিবাসীর পা ধুইয়ে দিচ্ছেন ৷ তারপর সেই জল মাথায় ছুঁইয়ে তিলক কাটছেন ৷

মুখ্যমন্ত্রী ওই আদিবাসী দিনমজুরকে একটি গণেশ দেবতার মূর্তি উপহার দেন । এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত ৷ তিনি লেখেন, "মনটা দুঃখী হয়ে আছে ৷ দশমন্তজি, আপনার ব্যথা ভাগ করে নেওয়ার একটা প্রচেষ্টা এটা ৷ আমিও আপনার কাছে ক্ষমা চাইছি ৷ আমার কাছে জনতা ভগবান !"

আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন

এবছরই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে বিজেপি ও কট্টর বিরোধী কংগ্রেস নিজের মতো করে প্রচার শুরু করেছে ৷ এই অবস্থায় বিপত্তি ঘটে একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে ৷ দেখা যায় সিঁড়িতে বসা এক আদিবাসীর মুখে প্রস্রাব করছেন এক ব্যক্তি ৷ ভিডিয়োয় শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায় ৷ পরে জানা যায়, ওই ব্যক্তি বিজেপি নেতা প্রবেশ শুক্লা ৷ ভিডিয়োটি সোমবার রাত থেকে ছড়িয়ে পড়ে ৷ বুধবারই হাতেনাতে ধরা পড়ে প্রবেশ ৷ তার বিরুদ্ধে এফআইআর করা হয় ৷ এছাড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের কড়া আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁর ঘরবাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details