পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka CM Oath Ceremony: শনিতে শপথ কর্ণাটকে ! বিরোধীদের আমন্ত্রণ জানাবেন মল্লিকার্জুন - Karnataka lingayat category News

জলঘোলা শেষ ৷ রাজি হয়েছেন ডি কে শিবকুমার ৷ মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্ধারামাইয়া ৷ উপমুখ্যমন্ত্রী হবেন ভোক্কালিগা নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ৷ বৃহত্তর স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

Karnataka Congress
কর্ণাটকে সরকার

By

Published : May 18, 2023, 11:53 AM IST

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, 18 মে: আনুষ্ঠানিক ভাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা এখনও বাকি ৷ তবে এতক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে, কংগ্রেসের তরফে কর্ণাটকে সরকার গড়ার পথে আর কোনও সমস্যা নেই ৷ সূত্র বলছে, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া ৷ উপ-মুখ্যমন্ত্রী কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার ৷ বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে 20 মে ৷

জানা গিয়েছে, শনিবার নতুন সরকার গড়ার এই অনুষ্ঠানে বিরোধী নেতাদের আমন্ত্রণ জানাবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ সেখানে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধি এবং সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধিও ৷ এছাড়া কংগ্রেস মন্ত্রী, দলের প্রবীণ নেতারাও থাকবেন ৷ মল্লিকার্জুন খাড়গে একটি টুইট করে জানিয়েছেন, "কংগ্রেস কর্ণাটকের মানুষদের উন্নয়ন, কল্যাণ, সামাজিক ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমরা 6.5 কোটি কন্নাড়িদের জীবনে 5টি গ্যারান্টি কার্যকর করব ৷"

2023 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস ৷ বিজেপিকে ধরাশায়ী করে 135 টি আসনে বিপুল জয়ী হয় কংগ্রেস ৷ এরপর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জলঘোলা হতে থাকে ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম না-জানালেও মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রথম নাম ছিলেন ডি কে শিবকুমারের ৷ তাঁর সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ৷ তিনি জানিয়েছেন, এটাই তাঁর শেষ নির্বাচন ৷

13 তারিখ ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের শরণাপন্ন হন বিধায়করা ৷ তিনি ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গণতান্ত্রিক উপায়ে ভোটদানের মাধ্যমে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থীকে নির্বাচনের সিদ্ধান্ত নেন ৷ ভোটপর্ব মিটলেও তার ফল প্রকাশ্যে আসেনি ৷ আর এই মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী নির্বাচনে বিধায়কদের ভোটের প্রভাব পড়েনি ৷ লিঙ্গায়ত সম্প্রদায়ের জনপ্রিয় নেতা সিদ্ধারামাইয়া এবং ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা শিবকুমার- দু'জনেই রাজধানী যান ৷

সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও অন্য শীর্ষ নেতাদের সঙ্গে তাঁদের দু'জনের বৈঠক হয় ৷ জানা গিয়েছে, বুধবার গভীর রাতে শিবকুমার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হতে রাজি হন ৷ আর মুখ্যমন্ত্রী পদেই ফিরছেন 75 বছর বয়সি সিদ্ধারামাইয়া ৷ বৃহস্পতিবার সকালে শিবকুমার বলেন, "দলের হাইকম্যান্ড এই সিদ্ধান্ত নিয়েছেন ৷" তাছাড়া দলের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধারামাইয়ার ডেপুটি হতে রাজি হয়েছেন শিবকুমার । এমনটাই জানিয়েছেন তাঁর ভাই কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ ৷

আরও পড়ুন: কর্ণাটকে মিলল সমাধান সূত্র, উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার ?

ABOUT THE AUTHOR

...view details