নয়াদিল্লি, 17 মে: জল্পনার অবসান হল ৷ কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে ফেলল কংগ্রেস ৷ এস সিদ্দারামাইয়ার উপরই ভরসা রাখল রাহুল গান্ধির দল ৷ তাঁকেই আবার মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছে কংগ্রেস ৷ ওই দলের একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷ এআইসিসি-র এক সিনিয়র নেতা জানিয়েছেন, আগামিকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গালুরুর কান্তিভারা স্টেডিয়ামে হবে শপথগ্রহণ ৷
গত শনিবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় ৷ তার পর থেকেই কংগ্রেসের অন্দরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় মুখ্যমন্ত্রী কাকে করা হবে, তা নিয়ে ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা এস সিদ্দারামাইয়া এবং কর্ণাটকে কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারের নাম নিয়েই আলোচনা চলছিল ৷ দু’জনেই অনড় ছিলেন নিজেদের দাবিতে ৷ দু’জনেই মুখ্যমন্ত্রী হতে তদ্বির করছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ৷
তাই সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদে বসালে শিবকুমার কি তা মেনে নেবেন ? এই প্রশ্নই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে কর্ণাটকের রাজনীতিতে ৷ তবে কংগ্রেসের সূত্র থেকে জানা গিয়েছে, আগামিকাল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে একজন শপথ নেবেন ৷ কে হবেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ? ওই সূত্র বলছে যে এই বিষয়টি সিদ্দারামাইয়া ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের মধ্যে আলোচনার পর স্থির হবে ৷
তবে ওই সূূত্রের আরও দাবি, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন ডি কে শিবকুমার ৷ সেক্ষেত্রে আরও একজনকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে ৷ কাকে দ্বিতীয় উপ-মুখ্যমন্ত্রী করা হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ তবে এখনই অন্য দফতরের মন্ত্রীরা যে আগামিকাল সিদ্দারামাইয়ার সঙ্গে শপথ নেবেন না, সেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ পরে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে ৷ তখন বাকিরা শপথগ্রহণ করবেন বলে জানা গিয়েছে ৷