পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Race For Karnata CM Post: তাঁর নেতৃত্বেই 135 আসন জয়, দাবি শিবকুমারের; দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়াও - কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে কে

সোমবার দিল্লি যাওয়ার আগে ডিকে শিবকুমারের দাবি, তাঁর সভাপতিত্বেই 135 আসন পেয়েছে কংগ্রেস ৷ অন্যদিকে দিল্লি পৌঁছে মুখে কুলুপ সিদ্দারামাইয়ার ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : May 15, 2023, 7:51 PM IST

Updated : May 15, 2023, 9:26 PM IST

বেঙ্গালুরু, 15 মে:শেষ হয়েও যেন শেষ হচ্ছে না কর্ণাটকের মসনদ দখলের লড়াই ৷ ভোটপর্বে লড়াই ছিল বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দক্ষিণের রাজ্যে নিজেদের আধিপত্য কায়েম করার ৷ তাতে সফল হয়েছে কংগ্রেস ৷ দ্রাবিড়ভূমের এই মাটি থেকে পদ্ম উপড়ে ফেলেছে হাত ৷ জিতেছে 135টি আসনে ৷ দুর্নীতির পাঁকে নিমজ্জিত হয়ে দক্ষিণ ভারতের এই শেষ ঠিকানাও এখন হাতছাড়া নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের ৷ কিন্তু তাতেও থামছে না লড়াই ৷ পুরনো ট্র্যাডিশন মেনে লড়াই এখন কংগ্রেস শিবিরের অন্দরে ৷ কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী, এস সিদ্দারামাইয়া নাকি ডিকে শিবকুমার; তা নিয়ে চলছে দু'পক্ষের দড়ি টানাটানি ৷ কংগ্রেসের রাজনীতির বৈশিষ্ট্য মেনেই বর্তমানে সেই 'দ্বন্দ্ব' বেঙ্গালুরু থেকে গিয়ে পৌঁছেছে দিল্লিতে, কংগ্রেস হাইকমান্ডের কোর্টে ৷

13 মে প্রকাশিত হয়েছে কর্ণাটকের ভোটের ফল ৷ জয়ী দলের 135 জন বিধায়ককে নিয়ে রবিবার বেঙ্গালুরুতে বসেছিল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ৷ দলের নির্দেশে সেই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে হাজির ছিলেন তিন পর্যবেক্ষক সুশীল কুমার শিন্ডে, দীপক বাবারিয়া ও জিতেন্দ্র সিং আলওয়ার ৷ কিন্তু রবিবার সন্ধ্যার সেই বৈঠকে কোনও নেতা নির্বাচন করা সম্ভব হয়নি ৷ সিদ্দারামাইয়া ও শিবকুমার দুই শিবিরই তাদের দাবি পেশ করে বলে খবর ৷ ফলে বিষয়টি কংগ্রেস হাইকমান্ডের উপরেই ছেড়ে দেওয়া হয় ৷ দলের তরফে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা জানিয়েছেন, তাঁরা রিপোর্ট কংগ্রেস সভাপতিকে দেবেন ৷ ফলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী নির্বাচন এখন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, সোনিয়া গান্ধিদের কাঁধে ৷ হাইকমান্ডের সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করতে সোমবার দিল্লি চলে গিয়েছেন এস সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার ৷

শিবকুমার শিবিরের বিধায়করা মনে করছেন সিদ্দারামাইয়া যেহেতু আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন তাই এবার দায়িত্ব দেওয়া উচিত শিবকুমারকেই ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বেই লড়ে কংগ্রেস ভালো ফল করেছে বলে দাবি এই শিবিরের ৷ সিদ্দারামাইয়া শিবিরের পালটা দাবি মুখ্যমন্ত্রী পদে প্রয়োজন অভিজ্ঞতা, যা তাঁর রয়েছে ৷ কংগ্রেসের এবারের জয়ে তাঁরও বড় ভূমিকা রয়েছে বলে দাবি সিদ্দারামাইয়াপন্থী বিধায়কদের ৷ কংগ্রেস সূত্রে খবর, এক্ষেত্রে বিরোধ মেটাতে আড়াই বছর করে দু'জনকে সুযোগ দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী পদে থাকার ৷

আরও পড়ুন:বজরং দল বিতর্কে বিপাকে খাড়গে, 100 কোটির মানহানি মামলায় তলব আদালতের

এই ঘটনাক্রমের মাঝেই সোমবার দুপুর 1টা নাগাদ বিশেষ বিমানে দিল্লি চলে গিয়েছেন সিদ্দারামাইয়া ৷ এদিন সন্ধ্যের বিমানে তিনিও দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন ডিকে শিবকুমার ৷ এদিন আবার তাঁর 62 তম জন্মদিনও ৷ তবে দিল্লি পৌঁছে কোনও মন্তব্য এদিন করেননি সিদ্দারামাইয়া ৷ তবে দিল্লি যাত্রার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শিবকুমার ৷ তিনি বলেন,"কংগ্রেস হাইকমান্ড আমাকে ও সিদ্দারামাইয়াকে ডেকেছে ৷ আমি দিল্লি যাচ্ছি ৷ আমায় প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধি ৷ আমার সভাপতিত্বে 135টি আসনে জিতেছে কংগ্রেস ৷ যখন আমদের সরকার ভেঙে গিয়েছিল, অনেক বিধায়ক চলে গিয়েছিল আমি আশা হারাইনি ৷ আমায় যে দায়িত্ব দেওয়া হয়েছিল পালন করেছি ৷ এবার হাইকমান্ড সিদ্ধান্ত নেবে ৷"

Last Updated : May 15, 2023, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details