ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ) , 31 অগস্ট: ট্রেনেই মৃত্যু শিশুর ৷ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ৷ জরুরি ভিত্তিতে শিশুটিকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ বিহার থেকে শিশুটির বাবা-মা 3 বছরের শিশুটিকে দিল্লিতে নিয়ে যাচ্ছিলেন ৷ শিশুর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল ৷ তেজস এক্সপ্রেসে যাওয়ার সময় সে অসুস্থ হয়ে পড়ে ৷
ট্রেনেই শিশুটির সঙ্গে একটি চিকিৎসকের দলও ছিল ৷ শিশুটির জন্য অক্সিজেন ও ভেন্টিলেটরের ব্যবস্থাও করা হয়েছিল ৷ সেই বিষয়ের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ওই চিকিৎসকরা ৷ তবে বাবা-মায়ের অভিযোগ, প্রয়োজনের সময় চিকিৎসদের দলটি ঠিকমতো কাজ করেনি ৷ শিশুটির অক্সিজেনের দরকার ছিল ৷ কিন্তু সময়মতো শিশুটিকে তা দেওয়া হয়নি ৷ আর এই গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে শিশুটির ৷
সূত্রের খবর, মৃত শিশুটির নাম কৃষ্ণা কার্তিকেয় ৷ সে ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা পবন কুমার গুপ্তা এবং নীলু দেবীর সন্তান ৷ পবন নিমাধি থানা এলাকায় থাকতেন ৷ অসুস্থ শিশুটির চিকিৎসা চলছিল বিহারের পটনায় ৷ কিন্তু অল্পদিনের মধ্যেই তার স্বাস্থ্যের অবনতি হয় ৷ তখন চিকিৎসকরা তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷