হায়দরাবাদ, 22 এপ্রিল : করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে এবার অমরনাথ যাত্রার নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আপাতত বন্ধ করে দিল কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার অমরনাথ বোর্ড কর্তৃপক্ষের তরফ জানানো হয়েছে, পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নাম নথিভুক্ত করা হবে বলে জানানো হয়েছে ৷
এর আগে গত 12 এপ্রিল অমরনাথ বোর্ডের তরফে জানানো হয়েছিল, 15 এপ্রিল থেকে অনলাইনে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করা যাবে ৷ প্রসঙ্গত, আগামী 28 জুন থেকে 56 দিনের অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ৷ সেখানে করোনার সমস্ত নিয়মবিধি মেনে সবরকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী 22 অগাস্ট রাখিবন্ধনের দিন অমরনাথ যাত্রা শেষ হবে ৷