অযোধ্যা, 15 জুন : 2 কোটি টাকার জমি সাড়ে আঠারো কোটি টাকা দিয়ে কেনা হয়েছে বলে ইতিমধ্যেই অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) বিরুদ্ধে আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং সমাজবাদী পার্টি (Samajwadi Party) দুর্নীতির অভিযোগে সরব হয়েছে ৷ তার পাল্টা ট্রাস্টের সম্পাদক চম্পত রাই (Champat Rai) জানালেন, কোথাও কোনও দুর্নীতি হয়নি ৷ স্বচ্ছভাবে সমস্ত প্রোটোকল মেনেই জমি কেনা হয়েছে ৷
রবিবার আপ এবং সমাজবাদী পার্টির তরফে অযোধ্যা মন্দির ট্রাস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয় ৷ বিশ্ব হিন্দু পরিষদের নেতা এবং শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রাই সোমবার টুইটে তার জবাব দেন ৷ তাঁর দাবি, ট্রাস্ট স্বচ্ছ পদ্ধতিতে সমস্ত লেনদেন করেছে ৷ নির্দিষ্ট প্রোটোকল মেনে জমি অধিগ্রহণের সমস্ত লেনদেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে ৷
রবিবার সমাজবাদী পার্টি এবং আপ আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করে দাবি করে, দু'জন রিয়েল এস্টেট ডিলার 2 কোটি টাকার একটি সম্পত্তি এক ব্যক্তির কাছ থেকে কিনে পরমুহূর্তেই তা মন্দির ট্রাস্টকে সাড়ে 18 কোটি টাকায় বিক্রি করেছেন ৷