পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ayodhya temple Trust : নিয়ম মেনে জমি কেনা হয়েছে, দাবি অযোধ্যার ট্রাস্টের সম্পাদকের - অযোধ্যা ট্রাস্ট সেক্রেটারি

অযোধ্যায় রাম মন্দিরের জমি কেনাবেচায় কোনও দুর্নীতি নেই ৷ গোটা বিষয়টিই স্বচ্ছভাবে ঘটেছে ৷ বিরোধীরা ভোটের রাজনীতি করছে বিষয়টি নিয়ে ৷ দাবি শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের (Champat Rai) ৷

নিয়ম মেনেই স্বচ্ছভাবে জমি কেনা হয়েছে, জানালেন অযোধ্যা স্ট্রাস্ট সেক্রেটারি
নিয়ম মেনেই স্বচ্ছভাবে জমি কেনা হয়েছে, জানালেন অযোধ্যা স্ট্রাস্ট সেক্রেটারি

By

Published : Jun 15, 2021, 9:06 AM IST

Updated : Jun 15, 2021, 9:22 AM IST

অযোধ্যা, 15 জুন : 2 কোটি টাকার জমি সাড়ে আঠারো কোটি টাকা দিয়ে কেনা হয়েছে বলে ইতিমধ্যেই অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) বিরুদ্ধে আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং সমাজবাদী পার্টি (Samajwadi Party) দুর্নীতির অভিযোগে সরব হয়েছে ৷ তার পাল্টা ট্রাস্টের সম্পাদক চম্পত রাই (Champat Rai) জানালেন, কোথাও কোনও দুর্নীতি হয়নি ৷ স্বচ্ছভাবে সমস্ত প্রোটোকল মেনেই জমি কেনা হয়েছে ৷

রবিবার আপ এবং সমাজবাদী পার্টির তরফে অযোধ্যা মন্দির ট্রাস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয় ৷ বিশ্ব হিন্দু পরিষদের নেতা এবং শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রাই সোমবার টুইটে তার জবাব দেন ৷ তাঁর দাবি, ট্রাস্ট স্বচ্ছ পদ্ধতিতে সমস্ত লেনদেন করেছে ৷ নির্দিষ্ট প্রোটোকল মেনে জমি অধিগ্রহণের সমস্ত লেনদেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে ৷

রবিবার সমাজবাদী পার্টি এবং আপ আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করে দাবি করে, দু'জন রিয়েল এস্টেট ডিলার 2 কোটি টাকার একটি সম্পত্তি এক ব্যক্তির কাছ থেকে কিনে পরমুহূর্তেই তা মন্দির ট্রাস্টকে সাড়ে 18 কোটি টাকায় বিক্রি করেছেন ৷

সোমবার রাতে অভিযোগকারীদের আক্রমণ করে বেশ কয়েকটি টুইট করেন চম্পত রাই ৷ মন্দির ট্রাস্টের সম্পাদক দাবি করেন, রাম মন্দির নিয়ে রাজনীতি করার চেষ্টায় রয়েছে বিরোধীরা ৷ পরের বছরের নির্বাচন জিততে মরিয়া বিরোধীরা মিথ্যা অভিযোগ করছেন ৷ উত্তরপ্রদেশের মানুষের কাছে অযোধ্যার রাম মন্দির একটি আবেগপূর্ণ বিষয় ৷ বিরোধীরা জানে, মন্দির ট্রাস্টের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে তারা ।

তিনি জানান, রাম মন্দির কমপ্লেক্সের প্রাচীর বরাবর মন্দিরগুলি ট্রাস্ট অধিগ্রহণ করছে ৷ এই অধিগ্রহণের ফলে বাস্তুচ্যুত যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাঁর আরও দাবি, অযোধ্যা রেলওয়ে স্টেশনের কাছে এই চুক্তির জন্য 12 হাজার 80 বর্গমিটার জমি ট্রাস্ট কিনেছিল ৷ রবিবারের বিবৃতিতে চম্পত রাই জানান, উত্তরপ্রদেশ সরকারও উন্নয়নমূলক কাজের জন্য জমি অধিগ্রহণ করছে ৷ তাই রাজ্যে জমির দাম বেড়ে গিয়েছে ।

আরও পড়ুন : 2 কোটির জমি 18.5 কোটিতে, কাঠগড়ায় রাম জন্মভূমি ট্রাস্ট

Last Updated : Jun 15, 2021, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details