নয়াদিল্লি, 15 নভেম্বর: দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে (Shraddha Walker Murder Case) চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawala) শ্রদ্ধাকে খুন করার পর অন্য একটি মেয়ের সঙ্গে ডেট শুরু করেছিল (Aftab Amin Has Relationship with Other Girls) ৷ অভিযুক্তের ফোন থেকে এই তথ্য পুলিশ জানতে পেরেছে বলে জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশের একটি সূত্রের খবর, আফতাব শ্রদ্ধার দেহাংশ জঙ্গলে লোপাট করার সময় ওই মেয়েটির সঙ্গে সম্পর্কে ছিল ৷
দিল্লি পুলিশ সূত্রে খবর, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একাধিক মেয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা ৷ তবে, এটা জানা যায়নি সেই মেয়েগুলির সঙ্গে কবে থেকে যোগাযোগ ছিল আফতাবের ৷ পুলিশের ওই সূত্র খবর, আফতাব অনেকদিন ধরেই শ্রদ্ধাকে খুনের পরিকল্পনা করছিলেন ৷ আর তার জন্য অপরাধমূলক ক্রাইম সিরিজের পাশাপাশি, ইন্টারনেটেও অপরাধমূলক বিষয়ে খোঁজ খবর নিয়েছিল সে ৷