নয়াদিল্লি, 30 নভেম্বর:শ্রদ্ধা ওয়াকারকে খুনের (Shraddha Murder Case) পর দু'বার আফতাব আমিন পুনাওয়ালার ছাতারপুরের বাড়িতে গিয়েছেন তাঁর 'নতুন প্রেমিকা' (Aaftab New Girlfriend)৷ কিন্তু ঘরে যে কোনও মৃত মানবদেহের অংশ লুকনো রয়েছে, তা টেরই পাননি তিনি ৷ নিজেই এ কথা জানালেন আফতাবের প্রেমিকা ৷ বরং তিনি শ্রদ্ধা হত্যাকাণ্ডের ঘটনা শুনে চমকে গিয়েছেন ৷ এ ছাড়াও তিনি জানান, গত 12 অক্টোবর তাঁকে একটি আংটি উপহার দিয়েছিলেন আফতাব ৷ আগেই তদন্তকারী অফিসাররা আফতাবকে জেরা করে জানতে পেরেছিলেন যে, মৃত শ্রদ্ধার আঙুল থেকে আংটি খুলে নিয়ে সেই আংটিই নতুন বান্ধবীকে পরিয়েছিলেন অভিযুক্ত ৷ আংটিটি আফতাবের নতুন বান্ধবীর থেকে উদ্ধার করে তাঁর বিবৃতি নিয়েছেন তদন্তকারীরা ৷
জানা গিয়েছে, আফতাবের নতুন প্রেমিকা পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ । পুলিশের কাছে দেওয়া বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, অক্টোবর মাসে দু'বার তিনি আফতাবের ফ্ল্যাটে গিয়েছিলেন ৷ তবে শ্রদ্ধার হত্যার বা বাড়িতে মানুষের দেহের অংশ থাকার বিষয়ে কোনও আভাস পাননি তিনি ৷ আফতাবকে দেখে তাঁর কখনও মনে হয়নি যে তিনি ভয় পেয়ে রয়েছেন ৷ তিনি আরও জানান যে, আফতাব প্রায়শই তাঁকে তাঁর মুম্বই বাড়ির কথা বলতেন ।
একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়েছিল আফতাব এবং তাঁর নতুন বান্ধবীর ৷ পুলিশ জানিয়েছে, আফতাব বিভিন্ন ডেটিং সাইটের মাধ্যমে প্রায় 15 থেকে 20 জন মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন । তদন্ত চলাকালীন পুলিশ তাঁর বাম্বল অ্যাপের রেকর্ড খুঁজে পায় এবং সেখান থেকেই একটি মেয়ের হদিশ পায় পুলিশ, যাঁর সঙ্গে আফতাবের যোগাযোগ হয়েছিল শ্রদ্ধা খুনের প্রায় 12 দিন পরে, অর্থাৎ 30 মে ৷