পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shraddha Murder Case: আফতাবের সাইকো-অ্যাসেসমেন্ট টেস্ট করানোর ভাবনা দিল্লি পুলিশের - দিল্লি পুলিশ

লিভ ইন পার্টনারকে (Shraddha Murder Case) নৃশংস ভাবে খুনের ঘটনায় আফতাব পুনাওয়ালার সাইকো-অ্যাসেসমেন্ট টেস্ট (Psycho Assessment Test) করানোর কথা ভাবছে দিল্লি পুলিশ (Delhi Police)৷

Shraddha murder case: Delhi Police plans to conduct Aftab psycho-assessment test
আফতাবের সাইকো-অ্যাসেসমেন্ট টেস্ট করানোর ভাবনা দিল্লি পুলিশের

By

Published : Nov 16, 2022, 4:37 PM IST

Updated : Nov 16, 2022, 6:01 PM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর:লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে হত্যায় (Shraddha Murder Case) অভিযুক্ত আফতাব পুনাওয়ালার সাইকো অ্যাসেসমেন্ট টেস্ট (Psycho Assessment Test) করার পরিকল্পনা করেছে দিল্লি পুলিশ (Delhi Police)৷ আফতাবের মানসিক অবস্থা বুঝতে ও তার অপরাধের প্রকৃতি বুঝতে এই পরীক্ষা করা প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷

অভিযোগ, চলতি বছরের মে মাসে শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা ৷ পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির ছাতারপুর এলাকার বাড়িতে শ্রদ্ধার দেহের 35টি টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল আফতাব ৷ রোজ দুটো করে দেহাংশ সে জঙ্গলে ফেলে আসত ৷ ওই যুবতীর বাবার দায়ের করা নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পরে গত শনিবার আফতাবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ।

দিল্লির একজন শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, যেহেতু আফতাবের বিবৃতিতে একাধিক অসঙ্গতি রয়েছে, তাই এই মামলার তদন্তকারী আধিকারিকরা আফতাবের মানসিক এবং সাইকো-অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য অনুরোধ করতে পারেন ৷ ওই অফিসার বলেন, "আফতাব সত্যি বলছে কি না পরীক্ষায় আমরা জানতে পারব । এটি আমাদের তার মানসিক অবস্থা এবং সে যে নৃশংস অপরাধ করেছে তার প্রকৃতি বুঝতেও সাহায্য করবে । আমরাও জানতে চাই শ্রদ্ধার সঙ্গে তার সম্পর্ক কী ছিল ৷"

আরও পড়ুন:মার্কিন সিরিজ দেখেই খুনের ছক, নতুন ফ্রিজে প্রেমিকার টুকরো দেহ সংরক্ষণ আফতাবের

পুলিশ আরও বলেছে যে, আফতাব যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তবে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । প্রাথমিক তদন্ত শেষ হলে আগামী দিনে এই পরীক্ষা হবে বলে আশা করা হচ্ছে । দিল্লি পুলিশ এর আগে কয়েকটি মামলায় সাইকো-অ্যাসেসমেন্ট টেস্ট করেছে । গত বছর ইজরায়েল দূতাবাস বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া চার শিক্ষার্থীর একটি মনের অবস্থার বিশ্লেষণ পরীক্ষা করা হয়েছিল । পুলিশ তখন বলেছিল পরীক্ষার রিপোর্ট অনুসারে, অভিযুক্তদের মধ্যে দুজন বিস্ফোরণে তাদের ভূমিকার বিষয়ে 'আংশিক সত্য' বলেছিল ।

Last Updated : Nov 16, 2022, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details