গাজিয়াবাদ, 24 ডিসেম্বর: আবারও নির্মম পরিণতি প্রেমের । আবারও সঙ্গীকে 'খুন'। আবারও দেহ লোপাটের নিখুঁত পরিকল্পনা। ঘটনাস্থল গাজিয়াবাদ । দিল্লির শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walker murder case) খুন করে 35 টুকরো করেছিল প্রেমিক আফতাব । তারপর 18 দিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় সেই টুকরোগুলি ফেলেছিল সে। প্রায় 6 মাস বাদে সবটা জানাজানি হয় । গ্রেফতার হয় আফতাব । গাজিয়াবাদের ঘটনায় 'খুনি' প্রেমিকের শ্রীঘরে যেতে সময় লেগে গেল 7 মাস (Ghaziabad man allegedly killed his live-in partner) ।
পুলিশ জানিয়েছে, রমন নামে এক যুবকের সঙ্গে গাজিয়াবাদে থাকতেন ওই তরুণী । বয়স প্রায় 35। দীর্ঘদিন 'লিভ ইন' সম্পর্কে থাকার পর রমনের কাছে বিয়ের প্রস্তাব করেন তরুণী । কিন্তু রমন রাজি হয়নি । নানা কারণ দেখিয়ে বিয়ের বিষয়টি খারিজ করে দিচ্ছিল। কিন্তু মে মাস নাগাদ আর দেরি করতে চাননি তরুণী। দ্রুত বিয়ের দাবি জানান। এরপরই তাঁকে খুন হতে হয় বলে মনে করে গাজিয়াবাদ পুলিশ । তদন্তকারীদের অনুমান, দেহ লোপাটের ব্যাপারে আফতাবের মতোই কৌশল নিয়েছিল রমন । অন্য কোথাও খুন করে তরুণীর দেহ নিয়ে যায় হিমাচল প্রদেশের কুলুতে । সেখানেই দেহ ফেলে রেখে চলে আসে । 26 মে অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।