পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Another Shraddha Like Murder: বিশ্বাসভঙ্গের সন্দেহে স্ত্রীকে হত্যা, দেহ টুকরো করে ফেলা হল জলের ট্যাংকে - ছত্তিশগড়ে হত্যাকাণ্ড

বিশ্বাসভঙ্গের সন্দেহে স্ত্রীকে হত্যা করে তাঁর দেহ টুকরো (Body Chopped) করে জলের ট্যাংকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ শ্রদ্ধা হত্যাকাণ্ডের (Another Shraddha Like Murder) মতো আরও এক নৃশংস খুনের ঘটনা ঘটল ছত্তিশগড়ে (Chhattisgarh Murder Case)৷

Another Shraddha Like Murder ETV Bharat
জলের ট্যাংক

By

Published : Mar 6, 2023, 1:18 PM IST

বিলাসপুর (ছত্তিশগড়), 6 মার্চ:ফের ফিরল শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের স্মৃতি (Another Shraddha Like Murder)৷ প্রায় এমনই নৃশংস খুনের ঘটনা ঘটল ছত্তিশগড়ের বিলাসপুরে ৷ এক ব্যক্তি নিজের বাসভবনে তাঁর স্ত্রীকে হত্যা করে প্রথমে দেহ টুকরো টুকরো করে এবং তারপরে একটি জলের ট্যাংকে সেই দেহাংশ ফেলে দেয় বলে অভিযোগ (Body Chopped)৷ অভিযুক্তকে আটক করা হয়েছে ৷ উদ্ধার করা হয়েছে মৃতদেহ (Body dumped into water tank)৷

পুলিশ সূত্রে অনুমান, দেহাংশগুলি প্রায় দুই মাস আগে ওই ট্যাংকে ফেলা হয় ৷ সন্দেহভাজন ব্যক্তির নাম পবন ঠাকুর বলে জানিয়েছে সূত্র (Chhattisgarh Murder Case)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্ত্রী সতী সাহু তাঁর বিশ্বাস ভঙ্গ করেছেন বলে সন্দেহ করে তাঁকে হত্যা করেন পবন ৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার অদ্ভুত মিল রয়েছে, যা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল ।

শ্রদ্ধার লিভ-ইন পার্টনার আফতাব পুনাওয়ালা তাঁকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে ফেলেছিল । আফতার শ্রদ্ধার দেহাংশগুলি ফ্রিজে রেখে কয়েক সপ্তাহ ধরে একে একে মেহরাউলির জঙ্গলে ফেলে দেন । তুমুল ঝগড়ার পর আফতাব তাঁর লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে হত্যা করেছিল বলে অভিযোগ । শ্রদ্ধার খুনের ঘটনা তাঁর মৃত্যুর ছয় মাস পর প্রকাশ্যে আসে ৷ তাঁর বাবা মিসিং ডায়েরি করে অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু হলে বিষয়টি সামনে আসে ৷

আরও পড়ুন:কর্ণাটকের বিভিন্ন জায়গা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহাংশ উদ্ধার

শ্রদ্ধার বাবা তাঁর বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছিলেন যে, তাঁরা আড়াই মাসেরও বেশি সময় ধরে শ্রদ্ধার সঙ্গে যোগাযোগ করতে পারেননি । পুলিশ তদন্তে নেমে গত বছর 12 নভেম্বর আফতাব পুনাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে ৷ জেরায় তিনি অপরাধ 'স্বীকার' করে নিলে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ দিল্লি পুলিশের দায়ের করা চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, "পুনাওয়ালার মনস্তাত্ত্বিক মূল্যায়ন, কণ্ঠস্বর বিশ্লেষণ, পলিগ্রাফ পরীক্ষা, নারকো বিশ্লেষণ এবং পোস্ট-নারকো বিশ্লেষণে অভিযুক্তের বক্তব্যের সমর্থন মিলেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details