দিল্লি, 9 জানুয়ারি: সাংসদ পদ খারিজ হওয়ার পরেও সরকারি বাংলো খালি করেননি ৷ তার জেরেই প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সোমবার নোটিশ দিল এস্টেট অধিদফতর (ডিওই)৷ কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷
গত বছরের 8 ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদকে ৷ এরপর তাঁকে 7 জানুয়ারির মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছিল । ডিওই সোমবার তাঁকে নোটিশ দিয়ে তিনদিনের মধ্যে তার জবাব দিতে বলেছে ৷ নির্দেশ সত্ত্বেও কেন সাংসদ এখনও সরকারি বাসস্থান খালি করেননি তা জানতে চেয়েই এই নোটিশ বলে জানা গিয়েছে ৷
4 জানুয়ারি, দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্রকে তাঁর সরকারি বাসস্থানে থাকার জন্য আবেদন করে ডিওই-এর কাছে যেতে নির্দেশ দিয়েছিল । বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ জানান, বাংলোয় অতিরিক্ত ক'দিন থাকতে গেলে সাংসদকে অনুমতি নিতে হবে । যার আবেদন করতে হবে ডিওইর কাছেই ৷ এই বিষয়ে আদালতের কিছু করণীয় নেই ৷ সেই কারণে সাংসদকে মামলা প্রত্যাহার করতে বলে আদালত ৷ একইসঙ্গে আদালতের বক্তব্য, কাউকে উচ্ছেদ করতে হলে আগে নোটিশ দিতে হয় ৷ সরকার আইন অনুযায়ী আবেদনকারীকে উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ করবে ৷
উল্লেখ্য, মাস তিনেক আগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ ওঠে ৷ বিষয়টি যায় এথিক্স কমিটির কাছে ৷ খতিয়ে দেখার পর মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করে কমিটি ৷ সাম্প্রতিক শীতকালীন অধিবেশনে সেই সুপারিশ ধ্বনি ভোটে পাস হয় ৷ ফলে লোকসভা থেকে বহিষ্কার করা কৃষ্ণনগরের সাংসদকে ৷