মাদুরাই (তামিলনাড়ু), 5 এপ্রিল: দোকান থেকে মিষ্টি চুরির অভিযোগে দুই ছাত্রকে পিলারে বেঁধে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ের একটি গ্রামে ৷ তবে এই ঘটনার পিছনে জাতপাতের অঙ্ক জড়িয়ে রয়েছে বলে দাবি দ্য অ্যাবোলিশন অফ আনটাচেবিলিটি ফ্রন্টের ৷ তাদের দাবি, ওই দুই ছাত্র তফশিলি জাতির ৷ সেই কারণেই তাদের মারধর করা হয়েছে ৷ এই নিয়ে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছে ওই ফ্রন্ট ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই দলিত ছাত্র মাদুরাই জেলার কারাইকেনির বাসিন্দা ৷ স্থানীয় আচামপট্টিতে একটি সরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র ওই দু’জন ৷ ঘটনাটি গত 21 মার্চের ৷ তামিলনাড়ুর তিরুমঙ্গলমের কাছে আলামপট্টিতে মিষ্টি কিনতে যায় তারা ৷ মিষ্টির দোকানের মালিক সন্তোষ ওই দু’জনের বিরুদ্ধে মিষ্টি চুরির অভিযোগ করে ৷
এই নিয়ে অভিযোগ হতেই ছুটে আসে আশপাশের লোকজন ৷ তারাই একটি পিলারে ওই দুই ছাত্রকে বেঁধে মারধর করে বলে অভিযোগ ৷ ওই দুই ছাত্রের একজনের আত্মীয় আবার স্কুলের হস্টেল কিপার ৷ তাঁর কাছে খবর যায় ৷ তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৷ তার পর পরিস্থিতি শান্ত করে ওই দু’জন নিয়ে যান ৷