পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Clash Over Egg: ঠান্ডা ডিম দেওয়ায় দোকানদারকে ব্যাপক মারধর, গুরুতর আহত 6 - Clash for giving Cold Egg

সামান্য ডিম দেওয়াকে কেন্দ্র করে যে এত বড় সংঘর্ষ হতে পারে তা কি ভাবতে পারেন (Clash for giving Cold Egg)? লুধিয়ানার এই ঘটনা পড়লে এরপর থেকে ভাবতে বাধ্য হবেন যে, সেদ্ধ ডিম ঠান্ডা হলেও তা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Feb 8, 2023, 7:54 PM IST

লুধিয়ানা (পঞ্জাব), 8 ফেব্রুয়ারি: ঠান্ডা ডিম বিক্রিকে কেন্দ্র করে দোকানদার ও খরিদ্দারের মধ্যে রক্তক্ষয়ী লড়াই দেখল পঞ্জাবের লুধিয়ানা (Crime News in Punjab Ludhiana)৷ জগদীশ নগরে ডিমের বাজারে মঙ্গলবার সন্ধ্যায় সামান্য বিষয় নিয়ে মারামারি শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যে তা সংঘর্ষে পরিণত হয় ৷ ঘটনায় গুরুতর আহত হন 6 জনেরও বেশি ৷ এর মধ্যে 2 জনের মাথায় আঘাত লাগে ৷ আহতদের মধ্যে মহিলাও আছেন ৷ তাদের উদ্ধার করে লুধিয়ানার সিভিল হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই অনেকে গুরুতর স্ট্রোকের শিকার হন (Clash for giving Cold Egg) ৷ মারধরের এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (Clash in Punjab over Cold Eggs) ৷

এই বিষয়ে আহত দোকানদার ও তার পরিবার জানায়, কিছু যুবক মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিম নিতে এসেছিল ৷ এরপর তাদের ডিম দিতেই তা ঠান্ডা বলে গালিগালাজ শুরু করে ৷ তাদের সেখান থেকে চলে যেতে বলা হলে তারা আরও কিছু লোক জুটিয়ে নিয়ে এসে মারধর শুরু করে ৷ শুধু তাই নয়, দু'জন সিঙাড়া খেতে আসা পথচারী বাধা দিতে এলে তাদেরও বেধড়ক মারধর করে অভিযুক্তরা ৷ আহতরা জানায়, সেখানে 9-10 জন লোক ছিল ৷ তাদের সবার কাছে লাঠি ছিল ৷ তাই দিয়েই ঘটনাস্থলে থাকা সকলকে মারধর করে অভিযুক্তরা ৷ যার ফলে সকলেরই গুরুতর আঘাত লাগে ৷

প্রকাশ্যে আসা পুরো ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে ব্যাপক মারধর করার বিষয়টি ৷ ঘটনায় আহতরা জানান, সামান্য বিষয় নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনাস্থলে গরম জল থাকায় তাতে এক শিশু দগ্ধও হয়েছে ৷ হাসপাতালে তার চিকিৎসা চলছে ৷ বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে ৷

আরও পড়ুন :ভূমিকম্প থেকে বাঁচতে এই নিরাপত্তা টিপস সবসময় মাথায় রাখবেন

ABOUT THE AUTHOR

...view details