পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোপিয়ানে নিকেশ 3 জঙ্গি, জখম 2 জওয়ান - shopian

সোপিয়ানে জঙ্গি ও সেনার গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি ও জখম দুই জওয়ান ৷ সোপিয়ান জেলার চিত্রগাম এলাকার ঘটনা ৷ জখম জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের অবস্থা গুরুতর ৷

সোপিয়ানে গুলির লড়াই ; জখম 3 জঙ্গি , আহত 2 জওয়ান
সোপিয়ানে গুলির লড়াই ; জখম 3 জঙ্গি , আহত 2 জওয়ান

By

Published : Apr 11, 2021, 10:19 AM IST

সোপিয়ান, 11 এপ্রিল : কাশ্মীরে ফের গুলির লড়াই ৷ সোপিয়ানে জওয়ানের সঙ্গে জঙ্গির লড়াইয়ে খতম তিন জঙ্গি ও জখম দুই জওয়ান ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার চিত্রগাম এলাকায় ৷ জখম জওয়ানদের বাদামিবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

সেনা সূত্রে খবর, নিহত জঙ্গিদের নাম ওবায়দ ফারুক , ফয়সাল গুলজার , বশির আহমেদ গণাই ৷ এই তিনজনের মধ্যে একজনের বাড়ি সোপিয়ানের গনপুরা এলাকায় ৷ অন্য দু'জনের বাড়ি চিত্রগ্রাম এলাকায় ৷ গতকাল সোপিয়ানের চিত্রগাম এলাকাযর সাতরাজন বাগানে তিন জঙ্গির উপস্থিতি টের পায় সেনাবাহিনী ৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর 34 আরআর , সিআরপিএফের 178 ব্যাটেলিয়নের জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশ ৷

আরও পড়ুন :মহিলার গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী ঘাতক

প্রায় ঘণ্টাখানেক সেনা-জঙ্গির লড়াইয়ে খতম হয় তিন জঙ্গি ৷ গুরুতর আহত হয়েছেন দুই জওয়ান ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ৷ এলাকার সম্ভাব্য সব পথ বন্ধ করে দেওয়া হয় ৷ এখনও কোনও জঙ্গি এলাকায় লুকিয়ে আছে কি না তার তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details