পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

One Rupee Biryani : মাত্র এক টাকায় মিলল এক প্যাকেট বিরিয়ানি ! - বিরিয়ানি

পুরনো নোট সম্পর্কে আমজনতাকে সচেতন করার অভিনব উদ্যোগ ৷ মাত্র এক টাকায় বিরিয়ানি বিক্রি করলেন দোকান মালিক ৷ প্রতি প্যাকেটের জন্য ক্রেতাদের দিতে হল এক টাকার একটি পুরনো নোট ৷ তামিলনাড়ুর সিরুমালাইয়ের ঘটনা ৷

shop owner in Sirumalai sale Biryani at only one rupee
One Rupee Biryani : মাত্র এক টাকায় মিলল এক প্যাকেট বিরিয়ানি !

By

Published : Aug 26, 2021, 7:27 PM IST

সিরুমালাই, 26 অগস্ট : এক প্যাকেট বিরিয়ানির দাম মাত্র এক টাকা ! আর তা হাসিল করতেই সক্কাল সক্কাল লম্বা লাইন আট থেকে আশির ৷ এই ছবি তামিলনাড়ুর সিরুমালাইয়ের ৷ সদ্য সেখানে একটি বিরিয়ানির দোকান খোলা হয়েছে ৷ ব্যবসা শুরুর দিনে অভিনব আয়োজন করেছিলেন দোকানের মালিক ৷ তিনি ঘোষণা করেছিলেন, মাত্র এক টাকাতেই মিলবে এক প্যাকেট বিরিয়ানি ৷ শর্ত শুধু দু’টো ৷ প্রথমত, কয়েন হলে চলবে না ৷ বিরিয়ানি কিনতে দিতে এক টাকার পুরনো নোটের বিনিময়ে ৷ আর দ্বিতীয়ত, দোকানে আসা প্রথম 100 জনকেই এক টাকায় বিরিয়ানি দেওয়া হবে ৷

থরে থরে সাজানো বিরিয়ানির প্যাকেট ৷

আরও পড়ুন :মাশরুম বিরিয়ানি-রায়তায় মজে রাহুল

দোকানের মালিক জানিয়েছেন, পুরনো নোট সম্পর্কে আমজনতাকে ওয়াকিবহাল করতেই এই আয়োজন ৷ তবে তাতে যে এভাবে সাড়া মিলবে, তা ভাবতে পারেননি তিনি ৷ নেহাত 100 জনের সীমাবদ্ধতা নির্দিষ্ট করা হয়েছিল, তা না হলে বিরিয়ানি সরবরাহ করতে হিমশিম খেতে হত বলেই মনে করছেন তিনি ৷ অন্যদিকে, এমন আয়োজনে খুশি বিরিয়ানি প্রেমীরাও ৷ লাইন দীর্ঘ হলেও মাত্র এক টাকায় বিরিয়ানি পেয়ে মন ভরে গিয়েছে তাঁদের ৷

আরও পড়ুন :লকডাউনে সাড়ে 5 লাখের বেশি চিকেন বিরিয়ানির অর্ডার এসেছে : সুইগি

প্রসঙ্গত, পুরনো আমলের নোট, মুদ্রা অনেক সময়েই খুব চড়া দামে কেনা-বেচা করা হয় ৷ ভারতে ব্রিটিশ যুগের বিভিন্ন মুদ্রার দামও ভালই ৷ মাঝেমধ্যেই বিভিন্ন সংস্থা এই ধরনের নোট, মুদ্রা কিনতে চেয়ে বিজ্ঞাপন দেয় ৷ যাঁদের ভাঁড়ারে সেসব থাকে, তাঁরা এই সুযোগে মোটা টাকা কামিয়েও নিতে পারেন ৷ কিন্তু, দেশের অধিকাংশ নাগরিকই এই বিষয়ে খুব একটা সচেতন নন ৷ এক টাকায় বিরিয়ানির মতো কর্মসূচি মানুষকে সচেতন করার ভাল উপায় হতে পারে ৷

জোর কদমে চলছে বিকিকিনি ৷

ABOUT THE AUTHOR

...view details