ম্যাঙ্গালুরু, 9 জুলাই:শ্রমিককে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হল 32 বছর বয়সি এক ব্যক্তিকে ৷ তিনি পেশায় এক মুদি দোকানের মালিককে ৷ কর্ণাটকের মুলিহিথলু থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ, তিনি তাঁর দোকানের শ্রমিককে প্রথমে গায়ে আগুন ধরিয়ে দেন ৷ এরপর তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করেছেন ওই দোকান মালিক ৷ পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷
ম্যাঙ্গালুরু দক্ষিণের পুলিশ কমিশনার কুলদীপ কুমার আর জৈন বলেন, আশপাশের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার পরে প্রমাণের ভিত্তিতে শনিবার অভিযুক্ত তৌসিফ হুসেনকে গ্রেফতার করা হয়েছে । তাঁর দোকানের শ্রমিক গজননাকে গায়ে আগুন জ্বালিয়ে হত্যা করেন তিনি ৷ এরপর এই হত্যা ঢাকতে তিনি অন্য উপায় নেন ৷ পুলিশের চোখে ধুলো দিতে অভিযুক্ত বিদ্যুৎস্পৃষ্ট করেন গজননাকে ৷ যাতে এটা মনে হয় যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের ।