পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Sets his Labourer on Fire: শ্রমিকের গায়ে আগুন লাগিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা, গ্রেফতার দোকান মালিক - Karnataka

শ্রমিকের গায়ে আগুন লাগিয়ে তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করার অভিযোগ উঠল কর্ণাটকের এক দোকান মালিকের বিরুদ্ধে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Man Sets his Labourer on Fire
Man Sets his Labourer on Fire

By

Published : Jul 9, 2023, 4:33 PM IST

ম্যাঙ্গালুরু, 9 জুলাই:শ্রমিককে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হল 32 বছর বয়সি এক ব্যক্তিকে ৷ তিনি পেশায় এক মুদি দোকানের মালিককে ৷ কর্ণাটকের মুলিহিথলু থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ, তিনি তাঁর দোকানের শ্রমিককে প্রথমে গায়ে আগুন ধরিয়ে দেন ৷ এরপর তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করেছেন ওই দোকান মালিক ৷ পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷

ম্যাঙ্গালুরু দক্ষিণের পুলিশ কমিশনার কুলদীপ কুমার আর জৈন বলেন, আশপাশের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার পরে প্রমাণের ভিত্তিতে শনিবার অভিযুক্ত তৌসিফ হুসেনকে গ্রেফতার করা হয়েছে । তাঁর দোকানের শ্রমিক গজননাকে গায়ে আগুন জ্বালিয়ে হত্যা করেন তিনি ৷ এরপর এই হত্যা ঢাকতে তিনি অন্য উপায় নেন ৷ পুলিশের চোখে ধুলো দিতে অভিযুক্ত বিদ্যুৎস্পৃষ্ট করেন গজননাকে ৷ যাতে এটা মনে হয় যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের ।

আরও পড়ুন:স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরাল স্বামী !

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দোকান মালিক তৌসিফ হুসেন ও তাঁর দোকানের শ্রমিক গজননার সঙ্গে ছোট খাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকত বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ৷ সেই ছোট খাটো অশান্তিই ক্রমে বড় হয়ে উঠেছিল ৷ এরপর শনিবার তা চরমে পৌঁছে যায় ৷ সামান্য বিবাদের জের ধরে রেখে শনিবার তৌসিফ গজননার গায়ে আগুন লাগিয়ে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ । অপরাধ ধামাচাপা দিতে তিনি এলাকার লোকজনকে মিথ্যা তথ্য জানান যে, গজননা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ৷ তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । প্রাথমিক তদন্তের পর পুলিশ ঘটনাটিকে হত্যা বলে নিশ্চিত করে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details