পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amarnath Yatra 2023: অমরনাথের পথে অঘটন ! পাথর পড়ে প্রাণ গেল মহিলা যাত্রীর - অমরনাথের পথে অঘটন

অঘটনের সাক্ষী অমরনাথ যাত্রা। অনন্তনাগের কাছে পাথর পড়ে প্রাণ গেল এক মহিলার। তাঁকে প্রাণে বাঁচাতে গিয়ে গুরুতর আহত দুই পুলিশ কর্মী।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 16, 2023, 8:23 AM IST

Updated : Jul 16, 2023, 8:47 AM IST

অনন্তনাগ, 16 জুলাই: অমরনাথের পথে পাথর পড়ে মহিলা যাত্রীর মৃত্যু। জানা গিয়েছে, অনন্তনাগ হয়ে লোয়ার কেভ যাওয়ার পথে পাথর পড়ে মৃত্যু হয় উর্মিলাবেন নামে ওই যাত্রীর। শনিবার রাতের দিকে ঘটনাটির বিষয় প্রশাসন জানতে পারে। তাঁর বয়স 53 বছর। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশ কর্মীও।

সূত্রের খবর, এই দুই পুলিশ কর্মীর নাম মহম্মদ সালেম এবং মহম্মদ ইয়াসিন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং ঘটনার কথা স্বীকার করেছেন। পাশাপাশি ওই মহিলা যাত্রীর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন:তিনদিন পর জম্মু ও কাশ্মীরে আবার শুরু হল অমরনাথ যাত্রা

প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সঙ্গম টপ থেকে লোয়ার কেভের দিকে ট্রেক করে আসার সময় উর্মিলার গায়ে পাথর এসে পড়ে। তার জেরেই তিনি প্রাণ হারান। এমনিতেই এই এলাকাটি দুর্গম। এখানে অতীতেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে । আরও একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল অনন্তনাগ। প্রাণ গেল মহিলা যাত্রীর।

1 জুলাই থেকে শুরু হয়েছে এবারের অমরনাথ যাত্রা। শেষ হবে 31 অগস্ট। এর মধ্যে আবহাওয়ার কারণে দিন কয়েক অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। পরে তা আবারও শুরু হয়। এর আগে 12 জুলাইও দুর্ঘটনার সাক্ষী ছিল অমরনাথ যাত্রা। উধামপুর জেলায় পথ দুর্ঘটনার কবলে পড়ে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি। তাতে আহত হন 5 জন। অতীতেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে অমরনাথ যাত্রায় । তবে সেই সমস্ত বাধা অতিক্রম করে প্রতিবারই বহু ভক্তের সমাগম হয়।

Last Updated : Jul 16, 2023, 8:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details