মুম্বই, 29 জুলাই: ছোটা শাকিল গ্যাং-এর শ্যুটার লায়েক আহমেদ ফিদা হুসেন শেখকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ তিনি একটি খুনের মামলায় অভিযুক্ত ৷ বছর পঞ্চাশেকের এই ব্যক্তি জামিন পাওয়ার পর বেপাত্তা হয়ে যান ৷ প্রায় 25 বছর পর তিনি পুলিশের জালে ধরা পড়লেন ৷ শুক্রবার তাঁকে মুম্বইয়ের থানে রেল স্টেশন থেকে ধরে পুলিশ ৷
শার্প শুটার লায়েক আহমেদ ফিদা হুসেন শেখ তাঁর সহযোগীর সহায়তায় 1997 সালের 2 এপ্রিল গ্যাংস্টার মুন্না ধারিকে খুন করে বলে অভিযোগ ৷ মুন্না ছিলেন ছোট রাজন গ্যাংয়ের সদস্য । পুলিশ তদন্তে নেমে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে লায়েক আহমেদ ফিদা হুসেন শেখের বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করা হয় ৷ আদালত অভিযুক্তকে 1998 সালে জামিনে মুক্তি দেয় । জামিনে মুক্ত হওয়ার পরই তিনি বেপাত্তা হয়ে যান ৷ পরে আদালতের শুনানিতে হাজির না হওয়ায় তাঁকে পলাতক ঘোষণা করা হয় ৷ অবশেষে তাঁকে গ্রেফতার করল পুলিশ ৷
তবে মাঝের 25 বছরে তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় মুম্বই পুলিশ ৷ একবার পুলিশ জানতে পারে যে মুম্বরা এলাকায় লায়েক আহমেদ রয়েছেন ৷ সেখানে পুলিশ তল্লাশি অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকায় ৷ কিন্তু তার কোনও হদিশ মেলেনি ৷ তার পরও তাঁর খোঁজ অব্যাহত রাখে পুলিশ । সম্প্রতি তদন্তকারীরা জানতে পারেন থানেতে ট্যাক্সি চালক হিসেবে কাজ করছেন লায়েক আহমেদ ৷ তিনি ছদ্মবেশে রয়েছেন, যাতে তাঁকে কেউ চিনতে না পারে ৷ মুম্বই পুলিশ তাঁকে ধরতে ফাঁদ পাতে ৷ সেই ফাঁদে পা দিয়ে অবশেষে শুক্রবার পুলিশের জালে ধরে পড়েন লায়েক আহমেদ ফিদা হুসেন শেখ ৷
এদিকে যেদিন ছোটা রাজনের সহযোগীকে খুনের মামলায় পলাতক অভিযুক্তকে ধরল পুলিশ, সেই দিনই অন্য একটি মামলায় আদালত ছোটা রাজনকে নির্দোষ বলে ঘোষণা করল ৷ 1997 সালে মুম্বইয়ে কমরেড দত্তা সামন্ত খুন হন ৷ সেই মামলায় ছোটা রাজন ছিলেন অন্যতম অভিযুক্ত ৷ সিবিআই এই মামলার তদন্ত করে ৷ বিশেষ সিবিআই আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া চলছিল ৷ সেই মামলাতেই আদালত ছোটা রাজনকে নির্দোষ বলে ঘোষণা করেছে ৷ আদালত জানিয়েছে, উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তাঁকে বেকসুর খালাস করা হল ৷
আরও পড়ুন:3 বছর ধরে অবৈধভাবে ভারতে বাস, জয়পুর বিমানবন্দর থেকে আটক পাকিস্তানি তরুণী