মুম্বই, 24 জানুয়ারি: বিজেপির সঙ্গে জোট বেঁধে 25টা বছর নষ্ট করেছে শিব সেনা (Shiv Sena wasted 25 years in alliance with BJP) ৷ বিজেপি তাদের ধ্বংস করার চেষ্টা করেছে (Uddhav Thackeray slams BJP) ৷ দলের প্রতিষ্ঠাতা তথা তাঁর বাবা বাল ঠাকরের 96তম জন্মজয়ন্তীতে এ ভাবেই গেরুয়া শিবিরকে নিশানা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackeray) ৷ তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে হিন্দুত্বকে ব্যবহার করে নরেন্দ্র মোদির দল ৷ আগামী দিনে রাজ্যের বাইরে বেরিয়ে জাতীয় ক্ষেত্রে দলকে তুলে ধরার পরিকল্পনার কথা জানান উদ্ধব (uddhav thackeray news) ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের মতোই এবার নিজের রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে চাইছে শিব সেনা ৷ বাল ঠাকরের জন্মবার্ষিকীতে ভার্চুয়াল বক্তৃতায় উদ্ধব ঠাকরে জানিয়েছেন, মহারাষ্ট্রের বাইরেও পা রাখার চেষ্টা করছে দল ৷ লক্ষ্য জাতীয় ক্ষেত্রে বড় ভূমিকা নেওয়া ৷ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (Thackeray on BJP), শরিক অকালি দল ও শিব সেনার মতো পুরনো দলগুলিকে সবসময় খাটো করে রেখেছে বলে তোপ দাগেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷
তাঁর বক্তৃতায় হিন্দুত্বে শান দিয়ে উদ্ধব বলেন, "শিব সেনা হিন্দুত্বকে ক্ষমতায় আনতে চাইত, তাই তারা বিজেপির সঙ্গে জোট (25 years in alliance with bjp) বেঁধেছিল ৷ সেনা কখনও ক্ষমতা পাওয়ার জন্য হিন্দুত্বকে ব্যবহার করেনি ৷ কিন্তু বিজেপি শুধু ক্ষমতা পেতেই হিন্দুত্বকে ব্যবহার করে ৷ তাই সেনা বিজেপিকে ছেড়েছে, তবে হিন্দুত্বকে ছাড়েনি ৷"
আরও পড়ুন:Mamata will meet Uddhav-Pawar : মুম্বই যাচ্ছেন মমতা, দেখা করবেন উদ্ধব-পাওয়ারের সঙ্গে