মুম্বই ও কলকাতা, 27 ডিসেম্বর : তৃণমূল নেত্রীর পাশে থাকার আবেদন এল সুদূর মুম্বই থেকে। মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার মুখপত্র সামনায় এই আবেদন করা হয়েছে। আর এর কারণ হিসেব বলা হয়েছে, বিজেপি তৃণমূল ভাঙার চেষ্টা করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত।
শিবসেনা ভারতীয় রাজনীতিতে এতদিন ছিল বিজেপির শরিক দল। কিন্তু কয়েক মাস আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর দুই দলের সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন বিজেপির বিরুদ্ধে প্রায়ই সরব হতে দেখা যায় উদ্ধব ঠাকরের দলকে।
সেভাবেই দলের মুখপত্র সামনায় বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে। লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেস ভাঙার চেষ্টা করছে বিজেপি। তাই বিরোধী শক্তিগুলির উচিত মমতার পাশে দাঁড়ানো।
পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে তৃণমূলকে সরাতে কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করা হচ্ছে বলে সামনায় অভিযোগ করা হয়েছে । শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, "গণতন্ত্রে রাজনৈতিক পরাজয় স্বাভাবিক ব্যাপার । কিন্তু, মমতাকে ক্ষমতা থেকে সরাতে কেন্দ্রকে যেভাবে ব্যবহার হচ্ছে, তা দুঃখজনক । "