পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতাকে সরাতে কেন্দ্রীয় ক্ষমতার ব্যবহার ? সরব শিবসেনা - তৃণমূল কংগ্রেস

শিবসেনা ভারতীয় রাজনীতিতে এতদিন ছিল বিজেপির শরিক দল। কিন্তু কয়েক মাস আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর দুই দলের সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন বিজেপির বিরুদ্ধে প্রায়ই সরব হতে দেখা যায় উদ্ধব ঠাকরের দলকে। সেভাবেই দলের মুখপত্র সামনায় বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে।

shiva sena urges opposition parties to support mamata banerjee to fight against bjp
বিজেপির বিরুদ্ধে মমতার লড়াই, পাশে থাকতে বিরোধীদের কাছে আবেদন শিবসেনার

By

Published : Dec 27, 2020, 1:18 PM IST

Updated : Dec 27, 2020, 2:56 PM IST

মুম্বই ও কলকাতা, 27 ডিসেম্বর : তৃণমূল নেত্রীর পাশে থাকার আবেদন এল সুদূর মুম্বই থেকে। মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার মুখপত্র সামনায় এই আবেদন করা হয়েছে। আর এর কারণ হিসেব বলা হয়েছে, বিজেপি তৃণমূল ভাঙার চেষ্টা করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত।

শিবসেনা ভারতীয় রাজনীতিতে এতদিন ছিল বিজেপির শরিক দল। কিন্তু কয়েক মাস আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর দুই দলের সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন বিজেপির বিরুদ্ধে প্রায়ই সরব হতে দেখা যায় উদ্ধব ঠাকরের দলকে।

সেভাবেই দলের মুখপত্র সামনায় বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে। লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেস ভাঙার চেষ্টা করছে বিজেপি। তাই বিরোধী শক্তিগুলির উচিত মমতার পাশে দাঁড়ানো।

পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে তৃণমূলকে সরাতে কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করা হচ্ছে বলে সামনায় অভিযোগ করা হয়েছে । শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, "গণতন্ত্রে রাজনৈতিক পরাজয় স্বাভাবিক ব্যাপার । কিন্তু, মমতাকে ক্ষমতা থেকে সরাতে কেন্দ্রকে যেভাবে ব্যবহার হচ্ছে, তা দুঃখজনক । "

একই সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার কথা বলা হয়েছে সেখানে। বিরোধীরা যে একজোট হতে পারছে না, সেই কথাও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, 2019 সালের লোকসভার নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় যারা বিজেপির শরিক ছিল, সেই রকম অনেক দলের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেত্রী। সেই তালিকায় উদ্ধব ঠাকরেও ছিলেন।

আরও পড়ুন:আরএসএস নেতৃত্বের থেকে পাওয়া সংস্কারই সাফল্য এনে দিয়েছে : গডকরি

2019 সালের লোকসভা ভোটে বিজেপির সঙ্গে থাকলেও। এখন আর তারা বিজেপির সঙ্গে নেই। তাই তারাও এবার গোটা দেশে বিজেপি বিরোধিতায় সামিল হয়েছে।

Last Updated : Dec 27, 2020, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details