মুম্বই, 8 মে : করোনা আবহে এবার নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হল শিবসেনা ৷ তাদের বক্তব্য, ঠিক যখন আশপাশের ছোট ছোট রাষ্ট্রগুলিও ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তখনও সেন্ট্রাল ভিস্তা প্রকল্প চালিয়ে যাচ্ছে কেন্দ্রের মোদি সরকার ৷ শিবসেনার সাফ কথা, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে এখনও টিকে আছে, তার প্রধান কারণ গত 70 বছরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের তৈরি করে যাওয়া বিভিন্ন নীতি ৷ এই প্রসঙ্গে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি থেকে মনমোহন সিংয়ের ভূমিকার কথাও উল্লেখ করেছে শিবসেনা ৷
শিবসেনার মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত একটি প্রবন্ধে লেখা হয়েছে, ‘‘ইতিমধ্যেই ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ ৷ তাদের আশঙ্কা, আগামী দিনে ভারত থেকে গোটা পৃথিবীতে আরও প্রবলভাবে ছড়িয়ে পড়বে করোনার ভাইরাস ৷ এই পরিস্থিতে পৃথিবীর প্রত্যেকটি দেশকেই ভারতের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে ৷ পড়শি বাংলাদেশ ভারতে রেমডেসিভিরের 10 হাজার ভায়াল পাঠিয়েছে, ভুটান ভারতকে মেডিক্য়াল অক্সিজেন দিয়েছে ৷ নেপাল, মায়ানমার এবং শ্রীলঙ্কাও ‘আত্মনির্ভর’ ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ৷’’