মুম্বই, 10 নভেম্বর: শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করলেন সঞ্জয় রাউত (Shiv Sena MP Sanjay Raut) ৷ বৃহস্পতিবার মুম্বই শহরতলির বান্দ্রায় উদ্ধবের বাড়ি মাতোশ্রীতে তিনি হাজির হন ৷ এই শিবসেনা সাংসদ অর্থ তছরূপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ৷ বুধবার তিনি জামিন পেয়েছেন ৷ জেল থেক বের হওয়ার পরদিনই হাজির হলেন দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে ৷ তাঁকে মাতোশ্রীতে স্বাগত জানান উদ্ধব-পুত্র ও মহারাষ্ট্র সরকারের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) ৷
পরে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেই বৈঠকে সঞ্জয় রাউত নিজেও উপস্থিত ছিলেন ৷ সেখানে তাঁরা নিশানা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে (Kiren Rijiju) ৷ অভিযোগ করেন, আইনমন্ত্রী বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ৷ তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের কথায় নাচছে ৷
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইনমন্ত্রী বিচারব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ মানুষের এটা নিয়ে ভয় পাওয়া উচিত ৷ গতকালে নির্দেশে স্পষ্ট হয়েছে যে কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করছে ৷ আমি বিচারব্যবস্থার কাছে কৃতজ্ঞ ৷’’