পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aryan Khan: আরিয়ান খানের মৌলিক অধিকার খর্বের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা শিবসেনা নেতার

মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানের 20 অক্টোবর পর্যন্ত জেল হেফাজত হয়েছে ৷ ওইদিনই তাঁর জামিনের আবেদনের রায় ঘোষণা করার কথা আদালতের ৷

Aryan Khan
আরিয়ান খানের মৌলিক অধিকার খর্বের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা শিবসেনা নেতার

By

Published : Oct 18, 2021, 6:27 PM IST

মুম্বই, 18 অক্টোবর : অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা মাদকযোগের অভিযোগের ঘটনায় নয়া মোড় ৷ এই ঘটনায়, কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি'র ভূমিকা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে মামলা করলেন কিশোর তিওয়ারি নামে মহারাষ্ট্রের এক মন্ত্রী তথা শিবসেনা নেতা ৷ ঘটনায় আরিয়ানের মৌলিক অধিকারগুলি খর্ব হয়েছে কি না তাও খতিয়ে দেখার আবেদনও শীর্ষ আদালতকে করেছেন এই শিবসেনা নেতা ৷

ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারার কথা উল্লেখ করে এই আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার জরুরি ভিত্তিতে এই মামলাটি দেখা উচিত ৷ চলচ্চিত্র জগতের তারকাদের কালিমালিপ্ত করতে গত প্রায় 2 বছর ধরে এনসিবি ইচ্ছাকৃতভাবে এইসব করছে বলেও এই আবেদনে উল্লেখ করা হয়েছে ৷ আবেদনে আরও বলা হয়েছে, যেখানে ব্য়ক্তির মৌলিক অধিকার খর্ব হওয়ার অভিযোগ উঠছে, সেখানে শীর্ষ আদালত ও দেশের প্রধান বিচারপতির উচিত দ্রুত হস্তক্ষেপ করা ৷

আরও পড়ুন : Aryan Khan : 'আর্তের সেবায় নিজেকে ডুবিয়ে দেব', এনসিবি আধিকারিককে বললেন আরিয়ান

উল্লেখ্য, মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ান খানের 20 অক্টোবর পর্যন্ত জেল হেফাজত হয়েছে ৷ ওইদিনই তাঁর জামিনের আবেদনের রায় ঘোষণা করার কথা মুম্বইয়ের বিশেষ দায়রা আদালতের ৷

ABOUT THE AUTHOR

...view details