মুম্বই/গুয়াহাটি, 23 জুন :বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ করার আবেদন জানাল মহা বিকাশ আঘারি-র (Maha Vikas Aghadi) শিব সেনা ৷ বুধবার বিকেল 5টা নাগাদ বিধায়কদের একটি বৈঠকে ডাকা হয়েছিল ৷ তাতে অংশ নেননি একনাথ শিন্ডে-সহ 12 জন শিব সেনা বিধায়ক ৷ তাই ডেপুটি স্পিকারের কাছে তাঁদের বিধায়ক পদ বাতিলের পিটিশন দায়ের করেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিব সেনা (Shiv Sena files petition to Deputy Speaker seeking disqualification of 12 MLAs including Shinde) ৷
সেনার সাংসদ অরবিন্দ সাওয়ান্ত জানান, বৈঠকের আগে নোটিশ জারি করে সতর্ক করা হয়েছিল, কোনও বিধায়ক এই আলোচনায় উপস্থিত না-থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ তিনি বলেন, "আমরা মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে পিটিশন জমা দিয়েছি ৷ 12 জন বিধায়কের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছি ৷ তাঁরা কেউ গতকালের বৈঠকে ছিলেন না ৷" তিনি আরও জানান, কেউ কেউ অংশ নিয়েছে ৷ অনেকে আবার অযৌক্তিক কারণ দেখিয়ে থাকেনি ৷ তাঁদের বিরুদ্ধে সংবিধানের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন : একনাথই তাঁদের নেতা, গুয়াহাটির হোটেলে হাত তুলে জানালেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা
এই অভিযুক্ত বিধায়কদের মধ্যে একনাথ শিন্ডে ছাড়া আছেন প্রকাশ সুরভে, তানাজি সাওয়ান্ত, মহেশ শিন্ডে, আব্দুল সাত্তার, সন্দীপ ভুমারে, ভারত গোগাওয়ালে, সঞ্জয় শিরসাত, যামিনী যাদব, অনীল বাবর, বালাজি দেবদাস এবং লতা চৌধুরী ৷
দলীয় পদ থেকে শিন্ডেকে বাদ দেওয়ার পর তাঁর জায়গায় অজয় চৌধুরীকে নিয়োগ করা হয়েছে ৷ তিনিই পিটিশন ফাইল করেছেন ৷ শিবসেনার প্রাক্তন চিফ হুইপ সুনীল প্রভু একটি চিঠি দিয়ে বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন ৷ সেখানে উল্লেখ করা হয়েছিল, কেউ যদি অনুপস্থিত থাকেন, তাহলে ধরে নেওয়া হবে সেই বিধায়ক স্বেচ্ছায় দলত্যাগ করতে চাইছেন ৷ বৃহস্পতিবার সুনীল প্রভুর জায়গায় বিধায়ক ভরত গোগাওয়ালেকে নিযুক্ত করা হয়েছে ৷
এদিকে শিন্ডে বাহিনীর পক্ষ থেকে 37 জন বিদ্রোহী সেনা বিধায়ক মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে চিঠি দিয়ে জানিয়েছেন, একনাথ শিবসেনার বিধায়ক পদেই রয়েছেন ৷ তাঁরা একই কথা জানিয়ে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালকেও চিঠি দিয়েছেন ৷ তাঁদের দাবি, 46 জন বিধায়ক শিন্ডেকে সমর্থন করছেন ৷ তাঁদের মধ্যে 37 জন শিব সেনা বিধায়ক এবং বাকি 9 জন নির্দল ৷ তাঁরা সবাই এখন গুয়াহাটির একটি হোটেলে রয়েছেন এবং একনাথ শিন্ডেকে তাঁদের নেতা হিসেবে ঘোষণা করেছেন ৷