পানাজি, 19 জানুয়ারি : মহারাষ্ট্রে জোট করে সরকার চালায় শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও উদ্ধব ঠাকরের শিবসেনা ৷ এবার তারা গোয়ার বিধানসভা নির্বাচনে জোট গড়ল ৷ বুধবার দুই দলের তরফে যৌথভাবে এই জোটের কথা ঘোষণা করা হল (Shiv Sena-NCP alliance in Goa) ৷
যদিও মহারাষ্ট্রের জোটে এনসিপি ও শিবসেনার সঙ্গে কংগ্রেসও আছে ৷ কিন্তু এদিনের ঘোষণায় কংগ্রেস সম্পর্কে একটি শব্দও খরচ করেনি কোনও পক্ষই ৷
তবে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের লখনউয়ে গিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছিলেন, গোয়ায় তৃণমূল ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চালাচ্ছে এনসিপি ৷ এদিনের ঘোষণাতেই স্পষ্ট যে সেই জোট বিশবাঁও জলে চলে গিয়েছে ৷