পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Snowfall In Shimla: বরফের চাদরে ঢাকা সিমলা, ঠান্ডা বাড়তেই হিমাচলমুখী পর্যটকরা

পুরু বরফের চাদরে মুড়েছে সিমলা (Shimla Tourism)৷ আর তা উপভোগ করতেই হিমাচলে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ কনকনে ঠান্ডার পাশাপাশি বরফ নিয়ে খেলা ও ঘোড়ার পিঠে চড়ে চুটিয়ে মজা নিচ্ছেন সকলেই ৷ বলা যায়, ঠান্ডা যত বাড়ছে ততই পর্যটকদের ভিড় বাড়ছে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ৷

Etv Bharat
পর্যটক ভরা সিমলা

By

Published : Jan 17, 2023, 9:01 PM IST

সিমলায় তুষারপাত শুরু হতেই বাড়ছে পর্যটকদের ভিড়

সিমলা, 17 জানুয়ারি: তীব্র ঠান্ডায় কাঁপছে হিমাচল প্রদেশ ৷ এই রাজ্যের উপরের অঞ্চলগুলি বরফের চাদরে আচ্ছাদিত হয়ে গিয়েছে ৷ রাজ্যজুড়ে জারি হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি ৷ এর মধ্যে হিমাচলের রাজধানী সিমলা শহর সংলগ্ন পর্যটন কেন্দ্র কুফরিতে সোমবার তুষারপাত হয়েছে ৷ পুরো কুফরি মুড়ে গিয়েছে বরফে ৷ আর তুষারপাতের এই খবর পাওয়া মাত্রই বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা এসে ভিড় জমাচ্ছেন সিমলায় (Himachal Pradesh Tourism)৷

স্বচক্ষে তুষারপাত দেখতে ও অনুভব করতে বিপুল সংখ্যক পর্যটক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হিমাচলের এই রাজধানী শহরে ৷ এর মধ্যে কুফরিতে আসা পর্যটকরা বেশ উপভোগ করছেন তুষারপাত (Shimla to Kufri Distance)৷ চড়ছেন ঘোড়ায় ৷ এহেন তুষারপাত দেখে তাঁরা যে কতটা খুশি তা তাঁদের দেখেই বোঝা যাচ্ছে ৷ এরমধ্যে বেশ কিছু পর্যটক তাঁদের প্রথমবার তুষারপাত দেখার অভিজ্ঞতার কথা বলছিলেন ৷ আর তাঁদের আনন্দ ও আগ্রহ ছিল দেখার মতো ৷ তাঁদের কথায়, "এখানকার আবহাওয়া খুব মনোরম ৷ সঙ্গে এখানকার মানুষজন, খাবার সবই ভালো ৷ "

আরও পড়ুন :মরশুমের প্রথম তুষারপাতে বরফে ঢাকা পড়ল বদ্রীনাথ, দেখুন ভিডিয়ো

পূর্বাভাস বলছে 22 জানুয়ারি পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া ৷ হিমাচলজুড়ে শৈত্যপ্রবাহের প্রকোপ থাকবে অব্যাহত (Snowfall in Himachal Pradesh)৷ কিছুদিন পর থেকে রাজ্যে বৃষ্টি ও তুষারপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এর ফলে ঠান্ডার প্রভাব আরও বাড়বে ৷ সিমলার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, 18 থেকে 22 জানুয়ারি রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি ও তুষারপাত হবে ৷ পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণেই আবহাওয়ার এহেন পরিবর্তনের সম্ভাবনা ৷

বরফাবৃত সিমলা

এ বছর তুষারপাত একটু দেরিতে শুরু হলেও তার জন্যই পর্যটন স্থানগুলি আরও মনোরম হয়ে উঠেছে ৷ নিউ ইয়ারে তুষারপাত দেখতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরেছেন ৷ তবে এখন যাঁরা আসছেন তাঁদের তুষারপাত দেখার ইচ্ছে পূরণ হচ্ছে ৷ এমন পরিস্থিতিতে পর্যটকরা খুবই খুশি এবং তাঁরা প্রতিনিয়তই পাহাড়ের দিকে ঝুঁকছেন ৷ আপনিও যদি এই সৌন্দর্য উপভোগ ও অনুভব করতে চান তবে আজই হিমাচল ভ্রমণের পরিকল্পনা করে ফেলুন ৷

তবে এই বিষয়ে পর্যটকদের প্রতি প্রশাসনের তরফে বেশ কিছু আবেদন জানানো হয়েছে ৷ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাঁদের সতর্কতার সঙ্গে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কারণ তুষারপাতের কারণে অনেক রাস্তায় হাঁটা কঠিন হবে ৷ ইতিমধ্যেই ভারী তুষারপাতের জেরে সিমলার বেশিরভাগ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে ৷ যদিও প্রশাসনের পক্ষ থেকে সেইসব রাস্তা বরফ সরিয়ে পরিষ্কার করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে সমস্ত পর্যটকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :লাগাতার তুষারপাতে ধেয়ে এল হিমবাহ ! দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details