পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shimla police rescues Bengal tourists: সিমলায় তুষারপাতে আটকে পড়া বাংলার 6 পর্যটককে উদ্ধার পুলিশের - হিমাচলপ্রদেশে তুষারপাত

সিমলায় তুষারপাতের কারণে পিচ্ছিল রাস্তা ৷ নিজেদের গাড়িতেও পৌঁছতে পারেননি বাংলার 6 পর্যটক (Shimla police rescues Bengal tourists) ৷ তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেল পুলিশ (Snowfall In Himachal) ৷

shimla-police-rescues-6 Bengal tourists-in-kufri
শিমলায় তুষারে পিচ্ছিল রাস্তা, আটকে পড়া বাংলার 6 পর্যটককে উদ্ধার পুলিশের

By

Published : Jan 13, 2022, 12:19 PM IST

সিমলা, 13 জানুয়ারি:সিমলায় প্রবল তুষারপাতের কারণে রাস্তায় আটকে পড়া বাংলার 6 জন পর্যটককে উদ্ধার করল পুলিশ (Shimla police rescues Bengal tourists) ৷ তাঁদের মধ্যে এক পর্যটক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, তিনি এখন ভাল আছেন ৷

টানা তুষারপাতের কারণে সিমলায় রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ পিচ্ছিল রাস্তায় গাড়ি চলাচল করাই কষ্টের ৷ এমনকী হাঁটাচলা করতেও সমস্যায় পড়ছেন মানুষজন ৷ এই পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে সিমলা পুলিশ (shimla police help tourist) ৷ তুষারপাতের কারণে আটকে পড়া মানুষজনকে উদ্ধার (tourists stuck in shimla) করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে তারা ৷

আরও পড়ুন:Army rescue tourists stranded in Sikkim: প্রবল তুষারপাতে সিকিমে আটকে পড়া 300 পর্যটককে উদ্ধার করল সেনা

বুধবার পুলিশের কাছে খবর যায় যে, কুফরি চিনি বাংলোর কাছে তুষারপাতের কারণে কিছু লোক আটকে পড়েছেন । পিচ্ছিল রাস্তার কারণে পর্যটকরা আটকে পড়েছেন এবং তাঁদের গাড়ি পর্যন্তও পৌঁছতে পারেননি । খবর পেয়ে ঢালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 6 জনকে উদ্ধার (shimla police rescues 6 Bengal tourists) করে নিরাপদে তাঁদের গাড়িতে নিয়ে যায় । এক পর্যটকের স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ । বর্তমানে ওই পর্যটক ভাল আছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:Snowfall In Darjeeling: শৈলরানিতে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল

তুষারপাতে বিপর্যস্ত গোটা হিমাচলপ্রদেশের (Snowfall In Himachal) জনজীবন ৷ রাজধানী সিমলায় বরফ সরিয়ে যান চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে ৷ তবে রাস্তাগুলি সাংঘাতিক পিচ্ছিল (bad road condition in hp) হয়ে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে ৷ বিপদের ঝুঁকি নিয়ে কোনওক্রমে যানবাহন চালাচ্ছেন চালকরা ৷

ABOUT THE AUTHOR

...view details