পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shilpa Shetty : মানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই - Shilpa Shetty : মানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

বিগ বি, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত এবং আরও অনেকের পর এবার শিল্পা শেট্টির নাচের ভিডিয়ো হল ভাইরাল ৷ তাও আবার আর এক ভাইরাল গানের তালে- মানিকে মাগে হিথে ৷ ডান্স রিয়্যালিটি শো সুপার ড্যান্সার 4-এর সেটে অভিনেতা-কোরিওগ্রাফার গীতা কাপুরের সঙ্গে জুটি বেঁধে কোমর দোলাতে দেখা গিয়েছে শিল্পাকে ৷

মানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই
মানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

By

Published : Sep 25, 2021, 6:01 PM IST

মুম্বই, 25 সেপ্টেম্বর : বিগ বি, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিতের পর এবার শিল্পা শেট্টিও (Shilpa Shetty) ৷ মানিকে মাগে হিথের তালে অভিনেত্রীর হল ভাইরাল ৷ মানিকে মাগে হিথের উন্মাদনা যে এখনও থিতোয়নি তা বোঝা গেল তার তালেই শিল্পার নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ায় ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে অভিনেতা-কোরিওগ্রাফার গীতা কাপুরকেও (Geeta Kapoor) ৷

ডান্স রিয়্যালিটি শো সুপার ড্যান্সার 4-এর সহ-বিচারক গীতার সঙ্গে সেটেই নেচেছেন শিল্পা ৷ তার ভিডিয়ো শনিবার নিজেই নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন ৷ গীতা কাপুরকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, "এটাকেই আমরা বলি "Stupendofantabulouslyfantasmagoricallymagic"!"

শিল্পার আগে অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, পরিণীতি চোপড়া, ক্রিস্টল ডিসুজা, রণবিজয় সিংহ, নেহা কক্কর, যশরাজ মুখাতে এবং আরও অনেকে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মানিকে মাগে হিথের তালে নাচের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ এবং তা ভাইরালও হয়েছে ৷

আরও পড়ুন : Shilpa Shetty: 60 দিন পর রাজ কুন্দ্রার মুক্তিতে কী বললেন শিল্পা শেট্টি ?

সিংহলী গায়িকা ইয়োহানি দিলোকা দে সিলভার গলায় ভাইরাল হয় মানিকে মাগে হিথে ৷ গানটির মুক্তির পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিং হয়ে যায় ৷ এদেশের ইউটিউবে 116 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে গানটি । সেটি ইতিমধ্যেই বিভিন্ন শিল্পীর গলায় হিন্দি, তামিল, মালায়লম, বাংলা এবং অন্যান্য ভাষাতেও জনপ্রিয় হয়েছে ৷

আরও পড়ুন : Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

ABOUT THE AUTHOR

...view details