মুম্বই, 25 সেপ্টেম্বর : বিগ বি, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিতের পর এবার শিল্পা শেট্টিও (Shilpa Shetty) ৷ মানিকে মাগে হিথের তালে অভিনেত্রীর হল ভাইরাল ৷ মানিকে মাগে হিথের উন্মাদনা যে এখনও থিতোয়নি তা বোঝা গেল তার তালেই শিল্পার নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ায় ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে অভিনেতা-কোরিওগ্রাফার গীতা কাপুরকেও (Geeta Kapoor) ৷
ডান্স রিয়্যালিটি শো সুপার ড্যান্সার 4-এর সহ-বিচারক গীতার সঙ্গে সেটেই নেচেছেন শিল্পা ৷ তার ভিডিয়ো শনিবার নিজেই নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন ৷ গীতা কাপুরকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, "এটাকেই আমরা বলি "Stupendofantabulouslyfantasmagoricallymagic"!"
শিল্পার আগে অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, পরিণীতি চোপড়া, ক্রিস্টল ডিসুজা, রণবিজয় সিংহ, নেহা কক্কর, যশরাজ মুখাতে এবং আরও অনেকে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মানিকে মাগে হিথের তালে নাচের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ এবং তা ভাইরালও হয়েছে ৷