মুম্বই, 18 অগস্ট : স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর প্রকাশ্যে তেমন দেখা যাচ্ছিল না শিল্পা শেট্টিকে ৷ ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার-4 এর বিচারকের আসন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। এ ঘটনার দীর্ঘ এক মাস পর তিনি ঠিক করেন তিনি ক্যামেরার সামনে আসবেন এবং ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে ফিরে যাবেন ।
একটি ট্যাবলয়েডের রিপোর্ট অনুযায়ী জানা যায় শিল্পা শেটি সেটে ফিরে সকলের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান। ওই শোয়ের অন্য বিচারক অনুরাগ বসু এবং গীতা কাপুর তাঁকে অভ্যর্থনা জানান। শোতে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা ৷
ট্যাবলয়েডটিতে আরও জানা যায়, শিল্পা ইতিমধ্যে গতকাল একটি এপিসোডের শুটিং করেছেন ৷ যেটা এই সপ্তাহতেই সোনি (SONY) টিভিতে দেখানো হবে।
আরও পড়ুন : Shilpa Shetty : এবার প্রতারণায় অভিযুক্ত শিল্পা শেট্টি ও তাঁর মা
ওই রিয়েলিটি শোয়ের প্রযোজক রঞ্জিত ঠাকুর জানিয়েছেন, "শিল্পা আমাদের এখানকার একজন বিচারক এবং তিনি এখানেই থাকবেন।" ওই রিয়েলিটি শোয়ের টিম অনবরত শিল্পের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল এবং তাঁকে ফিরিয়ে আনার জন্য তৎপর ছিল। কিন্তু শিল্পা কিছুদিনের জন্য তাঁর নিজস্ব সময় চেয়ে নিয়েছিলন।
অভিনেত্রী নিজে তাঁর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়াতে লেখেন তিনি এবং তাঁর পরিবার কোনও ভাবেই "মিডিয়ার ট্রায়াল"-এর যোগ্য নন ৷ তিনি বলতে চেয়েছেন রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির ঘটনায় তিনি এবং তাঁর পরিবারকে ঘিরে মিডিয়ার এই টানাটানি একদমই উচিত নয়।
তিনি আরও বলেছেন, এই সম্বন্ধে আর কোনও মন্তব্য এখনই করবেন না ৷ তিনি মিডিয়ার কাছে অনুরোধ করেছেন তাঁকে এবং তাঁর পরিবারকে কিছুটা প্রাইভেসি দেওয়ার জন্য। এ ঘটনায় বিগত কয়েকদিন তাঁর জন্য সবদিক থেকে ভীষণ চ্যালেঞ্জিং ছিল।
আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার
রাজ কুন্দ্রাকে মুম্বই পুলিশ গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায়, আইটি অ্যাক্ট এবং মহিলাদের অশালীন প্রদর্শনী (নিষেধাজ্ঞা) আইনের অধীনে অশ্লীল বিষয়বস্তু তৈরি এবং তা পর্ন অ্যাপের মাধ্যমে ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।