পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mann Ki Baat : গুজবে কান দেবেন না, নির্দ্বিধায় টিকা নিন ; আর্জি মোদির - নরেন্দ্র মোদির মন কি বাত

গুজবে কান দেবেন না, নির্দ্বিধায় করোনা টিকা (Corona Vaccine) নিন ৷ রবিবার তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান মন কি বাতে (Mann Ki Baat) এই আর্জিই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

Shed Vaccine Hesitancy, Don't Believe Rumours And Get Vaccinated; PM Narendra Modi says in "Mann Ki Baat"
গুজবে কান দেবেন না, নির্দ্বিধায় টিকা নিন; মন কি বাতে আর্জি মোদির

By

Published : Jun 27, 2021, 12:27 PM IST

Updated : Jun 27, 2021, 12:50 PM IST

নয়াদিল্লি, 27 জুন : মানুষকে দ্বিধামুক্ত হয়ে করোনা টিকা (Corona Vaccine) নেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ (Mann Ki Baat) টিকা নিয়ে মানুষের সংশয় কাটাতে নিজের মায়ের দৃষ্টান্ত টেনে আনেন তিনি ৷ জানান, তাঁর নবতিপর মা-ও করোনা টিকা নিয়েছেন ৷ টিকা সংক্রান্ত গুজবে কান না-দিয়ে মানুষকে টিকাকরণে সামিল হওয়ার ডাক দিয়েছেন মোদি ৷

রবিবার তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এর 78তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, "আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছি - বিজ্ঞানকে বিশ্বাস করুন ৷ আমাদের বিজ্ঞানীদের উপর বিশ্বাস রাখুন ৷ বহু মানুষ টিকা নিয়েছেন ৷ আমি দুটি ডোজই নিয়েছি ৷ আমার মায়ের বয়স প্রায় 100 বছর ৷ তিনিও দুটি ডোজই নিয়েছেন ৷ অনুগ্রহ করে টিকা সংক্রান্ত নেতিবাচক গুজবে কখনও বিশ্বাস করবেন না ৷"

আরও পড়ুন:ফের 50 হাজারের গণ্ডি পেরোলো দৈনিক আক্রান্ত

একমাত্র টিকাকরণের দ্বারাই মারণ ভাইরাসকে আটকানো সম্ভব বলে দাবি করে মোদি বলেন, "যাঁরা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছে, তাদের তা করতে দিন ৷ আমরা সবাই আমাদের কাজ করব এবং আমাদের আশপাশের সব মানুষের যাতে টিকাকরণ হয় তা নিশ্চিত করব ৷ কোভিড 19-এ ঝুঁকি এখনও রয়ে গিয়েছে এবং আমাদের কোভিড 19 প্রোটোকল মেনে চলার পাশাপাশি টিকাকরণের উপরও জোর দিতে হবে ৷"

আরও পড়ুন:সামান্য কমল আক্রান্ত, 24 ঘণ্টায় মৃত্যু 32 জনের

সরকারি হিসেব বলছে, এখনও পর্যন্ত দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র 5.6 শতাংশ কোভিড টিকার দুটো ডোজই নিয়েছেন ৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কিছুটা স্তিমিত হলেও তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি রয়েছে ৷ তাই অধিক মাত্রায় টিকাকরণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে যতটা সম্ভব টিকাকরণ করিয়ে নিতে চাইছে সরকার ৷ সেই কারণেই মন কি বাতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডেল্টা স্ট্রেনের মতো করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ভারতের জন্য উদ্বেগ আরও বাড়িয়েছে ৷ এখনও পর্যন্ত বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই নয়া স্ট্রেনে ৷

আরও পড়ুন:ভারত-চিন সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টায় আজ লাদাখে রাজনাথ সিং

এ দিকে, আজ আবারও 50 হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 40 জন ৷ বেড়েছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 1 হাজার 258 জন ৷ স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3 কোটি 2 লাখ 33 হাজার 183 ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 95 হাজার 751 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্য়া অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় রোগী আছেন 5 লাখ 86 হাজার 403 জন ৷

Last Updated : Jun 27, 2021, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details