নয়াদিল্লি, 27 জুন : মানুষকে দ্বিধামুক্ত হয়ে করোনা টিকা (Corona Vaccine) নেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ (Mann Ki Baat) টিকা নিয়ে মানুষের সংশয় কাটাতে নিজের মায়ের দৃষ্টান্ত টেনে আনেন তিনি ৷ জানান, তাঁর নবতিপর মা-ও করোনা টিকা নিয়েছেন ৷ টিকা সংক্রান্ত গুজবে কান না-দিয়ে মানুষকে টিকাকরণে সামিল হওয়ার ডাক দিয়েছেন মোদি ৷
রবিবার তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এর 78তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, "আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছি - বিজ্ঞানকে বিশ্বাস করুন ৷ আমাদের বিজ্ঞানীদের উপর বিশ্বাস রাখুন ৷ বহু মানুষ টিকা নিয়েছেন ৷ আমি দুটি ডোজই নিয়েছি ৷ আমার মায়ের বয়স প্রায় 100 বছর ৷ তিনিও দুটি ডোজই নিয়েছেন ৷ অনুগ্রহ করে টিকা সংক্রান্ত নেতিবাচক গুজবে কখনও বিশ্বাস করবেন না ৷"
আরও পড়ুন:ফের 50 হাজারের গণ্ডি পেরোলো দৈনিক আক্রান্ত
একমাত্র টিকাকরণের দ্বারাই মারণ ভাইরাসকে আটকানো সম্ভব বলে দাবি করে মোদি বলেন, "যাঁরা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছে, তাদের তা করতে দিন ৷ আমরা সবাই আমাদের কাজ করব এবং আমাদের আশপাশের সব মানুষের যাতে টিকাকরণ হয় তা নিশ্চিত করব ৷ কোভিড 19-এ ঝুঁকি এখনও রয়ে গিয়েছে এবং আমাদের কোভিড 19 প্রোটোকল মেনে চলার পাশাপাশি টিকাকরণের উপরও জোর দিতে হবে ৷"