নয়াদিল্লি, 2 নভেম্বর : বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের ফলাফলকে হাতিয়ার করে কৃষি আইন ও পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) নিশানা করল কংগ্রেস ৷ প্রধানমন্ত্রীর প্রতি তাদের পরামর্শ, ঔদ্ধত্য সরিয়ে রেখে অবিলম্বে নয়া তিন কৃষি আইন বাতিল করুন মোদি ৷ একইসঙ্গে, পেট্রল, ডিজেলের দামবৃদ্ধির নামে যে ‘লুঠ’ চালানো হচ্ছে, তাও বন্ধ করা হোক ৷
আরও পড়ুন :Dilip Ghosh: তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলেও সন্ত্রাসের তত্ত্বেই অনড় দিলীপ
মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দলের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) ৷ প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘মানুষের যন্ত্রণা অবহেলা করা ক্ষতিকর ৷’’ এছাড়াও টুইটারে রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, ‘‘(উপনির্বাচনে) তিনটি লোকসভা আসনের মধ্যে দু’টিতেই হার হয়েছে বিজেপির ৷ বিধানসভার ক্ষেত্রেও অধিকাংশ আসনে কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াইয়ে হেরেছে তারা ৷ হিমাচলপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক এবং মহারাষ্ট্রই তার সাক্ষী ৷’’
উল্লেখ্য, উপনির্বাচনে মান্ডি লোকসভা আসনটিতে জয়লাভ করেছে কংগ্রেস ৷ একইসঙ্গে হিমাচলপ্রদেশের ফতেপুর, আর্কি এবং জুব্বাল-কোটখাই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ফল নিজেদের ঝুলিতে ভরেছে তারা ৷ অন্যদিকে, রাজস্থানের ধরিয়াবাদ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নাগরাজ মীনা 18 হাজার 725 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ৷
আরও পড়ুন :Shantipur By-poll : বিজেপির জেতা আসন ছিনিয়ে মমতাকে শান্তিপুর উপহার ব্রজকিশোরের
কর্ণাটকের হঙ্গল বিধানসভা আসনটি জয়ের জন্য দলের রাজ্য নেতৃত্বকে অভিনন্দনও জানিয়েছেন সুরজেওয়ালা ৷ কর্ণাটকের এই জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শ্রীনিবাস মানে লাগাতার মানুষের জন্য কাজ করে গিয়েছেন ৷ দলের নেতা, কর্মীরাও কঠোর পরিশ্রম করেছেন ৷ তাঁদের এই প্রচেষ্টাই কর্ণাটকে পরিবর্তনের বছরকে চিহ্নিত করেছে ৷ দেওয়াল লিখনে বিজেপির পতন স্পষ্ট হয়ে গিয়েছে ৷’’
এদিকে, পশ্চিমবঙ্গের উপনির্বাচনেও কোনও লাভ হয়নি বিজেপির ৷ সংশ্লিষ্ট চারটি বিধানসভা আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এর মধ্যে দু’টি আসন বিজেপির থেকে কেড়ে নিয়েছে তারা ৷ তিনটি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জমানত বাজেয়াপ্ত করা হয়েছে ৷