নয়াদিল্লি, 29 নভেম্বর: বরাবরই 'রঙিন' মানুষ হিসেবে পরিচিত শশী থারুর ৷ সংসদে স্লিভলেস সাদা ব্লাউজ-সাদা শাড়িতে যেদিন উপস্থিত হয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেন, তখন তাঁর পাশে কংগ্রেস সাংসদ শশী থারুরের ছবি নিয়ে জোর চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ তার বেশ কয়েক বছর পেরিয়ে শীতকালীন অধিবেশনে আবারও সেই চেনা ছবি ৷ আবারও ঘটনাস্থল সংসদ ৷ আবারও অন্য দলের মহিলা সাংসদের কাছাকাছি থারুর ৷ এবার আবার একজন নয় ৷ তাঁকে মধ্যমণি করে ঘিরে রেখেছেন 6 জন মহিলা সাংসদ (Shashi Tharoor With Women MPs) ৷ সেখানে হাজির বাংলার দুই সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty with Shashi Tharoor) ও নুসরত জাহানও (Nusrat Jahan with Shashi Tharoor) ৷ সবই ঠিক ছিল ৷ গোল বাঁধল সেই ছবি পোস্টের সময় শশীর 'রসিকতা' ঘিরে ৷ উঠল সেক্সিজমের অভিযোগ ৷ বিষয়টি লঘু করতে ক্ষমাও চাইতে হল তিরুবনন্তপুরমের সাংসদকে ৷
কী নিয়ে বিতর্ক ?
সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন একটি ছবি টুইট (shashi Tharoor tweet) করেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ সেই ছবিতে তাঁর চারপাশে দেখা যাচ্ছে 6 জন মহিলা সাংসদকে ৷ মিমি ও নুসরত ছাড়াও রয়েছেন এনসিপি সাংসদ তথা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে, অমরেন্দ্র সিংয়ের স্ত্রী প্রীণীত কউর ও কংগ্রেসের আরও দুই সাংসদ জ্যোতিমণি ও তামিঝাচি থাঙ্গাপান্ডিয়া ৷ ছবির ক্যাপশনে শশী লেখেন, "কে বলে লোকসভা কাজ করার জন্য আকর্ষণীয় জায়গা নয় ? আজ সকালে আমার 6 জন সহ-সাংসদের সঙ্গে ৷"
আরও পড়ুন:Shashi Tharoor: শশীর কণ্ঠে কিশোরের গান, মন কাড়ল নেটিজেনদের