পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শশীর টুইটে 'মৃত্যু' সুমিত্রার, বিভ্রান্তি কাটালেন কৈলাস - শশী তারুর

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সুস্থ আছেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন ৷ তবে, ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন । যদিও বৃহস্পতিবার সুমিত্রার করোনা পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে ।

shashi-tharoor-tweeted-sumitra-mahajan-was-died
shashi-tharoor-tweeted-sumitra-mahajan-was-died

By

Published : Apr 23, 2021, 7:08 AM IST

Updated : Apr 23, 2021, 7:37 AM IST

নয়া দিল্লি, 23 এপ্রিল : লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের মৃত্যু হয়েছে বলে ভুল খবর টুইট করে বিভ্রান্তি ছড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ সেই টুইটকে ভিত্তি করে একাধিক সংবাদ মাধ্যম সুমিত্রা মহাজনের মৃত্যু নিয়ে খবরও করে ফেলে ৷ তবে এই সংবাদ যে ভুল তা দ্রুত জানানো হয় বিজেপির তরফে । অন্যদিকে, শশীও নিজের টুইট মুছে দেন ৷ তবে তা বিজেপি নেতার টুইটের পরে ৷ কংগ্রেস সাংসদের টুইট যে ঠিক খবর নয় তা স্পষ্ট করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সুস্থ আছেন সুমিত্রা মহাজন ৷ তবে, ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সুমিত্রা । যদিও বৃহস্পতিবার সুমিত্রার করোনা পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে । ইন্দোরের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ জ্বরের ওষুধ চলছে লোকসভার প্রাক্তন স্পিকারের । কিন্তু শশী থারুর বৃহস্পতিবার রাতে আচমকাই সুমিত্রার মৃত্যু হয়েছে বলে টুইট করে বসেন । ওই টুইটে সুমিত্রার স্মৃতিচারণাও করেন তিনি । তবে দ্রুত বিভ্রান্তি কাটান কৈলাস বিজয়বর্গীয় ৷ শশী থারুরকে ট্যাগ করে তিনি লেখেন, "তাই (সুমিত্রা) সুস্থ আছেন । ভগবান ওঁকে দীর্ঘ আয়ু দিন "।

আরও পড়ুন: ক্ষমা চেয়ে টুইট করলেন শশী থারুর

এরপরেই শশী ভুল স্বীকার করে টুইট করেন ৷ তার কাছে ভুল খবর ছিল, টুইট করে সে কথাও জানান ৷ লেখেন, আমি যে খবরটা আগে পেয়েছিলাম সেটাকে বিশ্বাসযোগ্য সূত্র বলে মনে করেছিলাম । "

Last Updated : Apr 23, 2021, 7:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details