নয়াদিল্লি, 27 মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতা আন্দোলোনের বক্তব্য বুঝতে ভুল হয়েছিল । এই কথা লিখে ক্ষমা চেয়ে টুইট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি টুইটে উল্লেখ্য করেন, তাড়াহুড়ো করে শিরানাম পড়তে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুল বুঝেছিলেন ।
গতকাল শশী থারুর একটি টুইটে লেখেন, " আন্তর্জাতিক শিক্ষা : আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভারতের 'ফেক নিউজের' স্বাদ দিচ্ছেন । অদ্ভুত ব্যাপার এটাই যে সবাই জানে কে বাংলাদেশকে স্বাধীন করেছে ।"
গতকালের একটি খবর দেখে তিনি এই টুইট করেন । যাতে লেখা ছিল, নরেন্দ্র মোদি বলেছেন, তিনি সত্যাগ্রহ আন্দোলনে করেছিলেন । এবং জেলে গিয়েছিলেন । এই খবর দেখার পরই টুইট করেন থারুর ।