তিরুঅনন্তপুরম, 28 ডিসেম্বর: রামমন্দিরের উদ্বোধন নিয়ে দেশজুড়ে চর্চা চলছে ৷ এদিকে কংগ্রেস এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবে কি না, সেই সিদ্ধান্ত জানা যায়নি ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভারতের প্রাচীনতম এই দলটির আরও কিছুটা সময় লাগবে, জানালেন কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য শশী থারুর ৷
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান প্রসঙ্গে কংগ্রেস সাংসদ থারুর বলেন, "কংগ্রেসেও বহু ধর্ম বিশ্বাসী মানুষ আছে ৷ তাই এই বিষয়ে কংগ্রেসের অবস্থান ঠিক করতে আরও কিছুটা সময় লাগবে ৷ কিন্তু মন্দির রাজনৈতিক অনুষ্ঠানের স্থান হয়ে উঠলে, তাকে কেউ সমর্থন করা যায় না ৷ তবে বিজেপির উদ্দেশ্যে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে ৷" অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস হাজির থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছে ৷ এ নিয়েই সাংবাদিকরা প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরে প্রশ্ন করেন ৷ তার উত্তরে তিনি কংগ্রেসের সময় লাগবে বলে জানান ৷
শশী থারুর আরও বলেন, "মন্দিরে ভগবানের পুজো করা হয় ৷ মন্দির কোনওভাবে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা হলে, তার সঙ্গে একমত হতে পারে না কংগ্রেস ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পৃথক পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ৷ কিন্তু সময় আর পরিস্থিতি গুরুত্বপূর্ণ ৷ সিপিআইএম ধর্মীয় বিশ্বাসে আস্থা রাখে না ৷ তাই তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ৷ তবে কংগ্রেস না তো সিপিএম আর না তো বিজেপি ৷ এই দলে বিশ্বাসী মানুষেরা আছেন ৷ তাই এই সিদ্ধান্ত নিতে সময় লাগবে ৷"
22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে নানা মুনির নানা মত সামনে এসেছে ৷ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়ে দিয়েছেন, ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে ৷ তাই সিপিএমের কোনও সদস্য সেখানে থাকবেন না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাফ জানিয়ে দিয়েছেন, তিনি রামমন্দিরের উদ্বোধনে হাজির থাকবেন না ৷
আরও পড়ুন:
- রামমন্দির উদ্বোধনের আবহে মমতার মুখে বাংলায় তীর্থস্থান উন্নয়নে 400 কোটির খতিয়ান
- রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার
- অযোধ্যায় মোদির ঝটিকা সফর ঘিরে বাড়তি নিরাপত্তা, বদলে গেল স্টেশনের নাম