নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর :তাঁর শিক্ষাগত যোগ্যতা, শব্দের ভান্ডার, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব - নানা কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ এ বার তাঁর নয়া চমক ৷ সোশ্যাল মিডিয়ায় ফলোয়াররা তাঁকে পেলেন গায়ক অবতারে ৷ নিজের পারফরম্যান্সের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন শশী স্বয়ং ৷ দক্ষ গায়ক না-হলেও তাঁর সাবলীল গায়কী মুগ্ধ করেছে নেট নাগরিকদের ৷
1974 সালে রাজেশ খান্না ও জিনত আমনের আজনবি ফিল্মের বিখ্যাত গানটি গেয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ ৷ মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে গেয়েছেন, এক আজনবি হাসিনা সে (Ek Ajnabee Haseena Se) ৷ কিশোর কুমারের গানের বাণী ফোনে দেখতে দেখতে অবলীলায় গাইলেন শশী থারুর ৷ দুঁদে রাজনীতিককে এই নয়া অবতারে দেখে উচ্ছ্বাস ফেটে পড়তে দেখা গিয়েছে দর্শকদের ৷
আরও পড়ুন:BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি
ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে কংগ্রেস সাংসদ লিখেছেন, "তথ্য ও প্রযুক্তি দফতরের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির হয়ে দূরদর্শন শ্রীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমি কোনও মহড়া ছাড়াই অপটু কণ্ঠে গানটি গাইলাম, তবে দারুণ উপভোগ করেছি ৷"