নয়াদিল্লি, 30 অগস্ট: কংগ্রেসের আসন্ন সভাপতি নির্বাচনে এবার মাঠে নামছে জি-23 দল ৷ তেমন পরিকল্পনার কথাই শোনা যাচ্ছে ৷ জানা গিয়েছে, কংগ্রেসের কার্যকরী কমিটি 17 অক্টোবর সভাপতি নির্বাচনের দিন স্থির করেছে ৷ এতে প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শশী থারুর এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান (Tharoor may contest in Congress Presidential Poll) ৷
যদিও এনিয়ে জি-23 এর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ৷ কংগ্রেসের সদস্য হলেও দলের মধ্যেই একটি আলাদা জায়গা রয়েছে বর্ষীয়ান কংগ্রেস নেতাদের ৷ তাঁদের এই দল বরাবরই সংস্কারের দাবি জানিয়েছেন ৷ অনেক সময় জি-23কে বিদ্রোহী হিসেবেও চিহ্নিত করেছে রাজনৈতিক মহল ৷ সম্প্রতি এই দলের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ-সহ অন্য কয়েকজন নেতা কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন ৷
আরও পড়ুন: আমার বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, কংগ্রেস থেকে পদত্যাগ নিয়ে বিস্ফোরক আজাদ
জানা গিয়েছে, রাহুল গান্ধি সভাপতি হতে চাইছেন না ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সভাপতি হিসেবে দায়িত্বভার দিতে চান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ যদিও গান্ধি পরিবারের বিশ্বস্ত, অনুগত বর্ষীয়ান এই নেতা রাহুলকেই শীর্ষ নেতৃত্বের পদে দেখতে চান বলে জানিয়েছেন ৷ এই টালবাহানার মধ্যে সোমবার শশী থারুর (Former Union Minister Shashi Tharoor) তাঁর টুইটার হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেন ৷ তাতে দলের বর্তমান সংকটের কথা উল্লেখ করেন এবং কংগ্রেসকে চাঙ্গা করতে দলের প্রবীণ নেতাদের এগিয়ে আসার বার্তা দেন ৷ সেখানেই ইঙ্গিত মিলেছে তিনি দলের সভাপতি পদপ্রার্থী হতে পারেন ৷ তবে জি-23 দল হয়তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে, তাঁরা গান্ধি পরিবারের বাইরে কাউকে সভাপতি করতে চায় ৷
2000-এ শেষবার কংগ্রেস সভাপতি নির্বাচন হয়েছিল ৷ জীতেন্দ্র প্রসাদ (Jitendra Prasad) সোনিয়া গান্ধির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু তিনি হেরে গিয়েছিলেন ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, দলের প্রধান পদে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ৷ যাঁরা এতে অংশগ্রহণ করতে চান, তাঁরা যেন 30 সেপ্টেম্বরের মধ্যে তাঁদের মনোনয়নপত্র জমা দেন ৷
আরও পড়ুন:রাহুলকেই আবার সভাপতি চেয়ে কংগ্রেসের অন্দরে সরব অনেক নেতা