পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Salman Rushdie সলমন রুশদির উপর হামলায় আমি হতবাক, টুইট করলেন শশী থারুর - শশী থারুর

সলমন রুশদির (Salman Rushdie) উপর হামলায় আতঙ্কিত, হতভম্ব হয়ে গিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ টুইটারে নিজের শঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

Shashi Tharoor expresses terror over attack on Salman Rushdie
Salman Rushdie সলমন রুশদি উপর হামলায় আমি হতবাক, টুইটে বললেন শশী থারুর

By

Published : Aug 13, 2022, 3:19 PM IST

Updated : Aug 13, 2022, 3:53 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট: "সলমন রুশদির উপর হামলার ঘটনায় আমি অত্যন্ত আতঙ্কিত এবং স্তম্ভিত ৷ আমার প্রার্থনা, তিনি যেন খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন ৷ যদিও, ব্যথিত হৃদয়ে আমি মেনে নিচ্ছি যে ওঁর জন্য জীবন আর কখনই আগের মতো হবে না ৷ সৃজনমূলক ভাবনার প্রকাশ যদি আর মুক্তি না পায়, তাহলে একটি খারাপ দিন আরও জঘন্য হয়ে যায় ৷" প্রখ্যাত সাহিত্যিক সলমন রুশদির (Salman Rushdie) উপর হামলার খবর জানার পরই এই টুইটটি করেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷

প্রসঙ্গত, শুক্রবার আমেরিকায় একটি অনুষ্ঠান চলাকালীন আক্রান্ত হন সলমন ৷ 75 বছরের সাহিত্যিকের উপর ধারাল ছুরি নিয়ে হামলা চালায় 24 বছরের এক যুবক ৷ ঘটনার পরই তাকে গ্রেফতার করা হয় ৷ সলমনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ এই ঘটনায় সলমনের একটি চোখ মারাত্মক জখম হয়েছে ৷ সূত্রের দাবি, ওই চোখটির দৃষ্টি চিরকালের মতো হারাতে পারেন 'মিডনাইট'স চিলড্রেন'-এর রচয়িতা ৷

আরও পড়ুন:Salman Rushdie ভেন্টিলেটরে রুশদি, চোখ নষ্ট হওয়ার আশঙ্কা

উল্লেখ্য, তাঁর উদারপন্থী ভাবনার জন্য বারবার কট্টরপন্থীদের নিশানায় পড়তে হয়েছে সলমন রুশদিকে ৷ 1988 সালে প্রকাশিত হয় তাঁর লেখা 'দ্য স্যাটানিক ভার্সেস' ৷ কট্টরপন্থী ইসলাম ধর্মগুরুদের একাংশের দাবি, এই বইয়ে পয়গম্বর মহম্মদকে অসম্মান করা হয়েছে ৷ বস্তুত, এই বইটি প্রকাশের পরই সলমনের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয় ৷ তাঁর মাথার দাম ধার্য করা হয় 28 লক্ষ মার্কিন ডলার ! যার জেরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিও এদেশে 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেন ৷ ভারত ছাড়া আরও প্রায় 20টি দেশে বইটি নিষিদ্ধ ও বেআইনি ঘোষণা করা হয় ৷

তবে, প্রখ্যাত প্রবীণ সাহিত্যিকের উপর এমন আচমকা হামলা সারা পৃথিবীকে হকচকিত করে দিয়েছে ৷ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শশী থারুর বলেন, "এই ঘটনা আমাকে হতভম্ব করে দিয়েছে ৷ যাঁরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তাঁদের সকলের কাছেই এই ঘটনা অনভিপ্রেত ৷ এটি একটি ভয়ঙ্কর খবর ছিল ৷"

প্রসঙ্গত, সলমন রুশদি ভারতীয় বংশোদ্ভূত হলেও ব্রিটেনের নাগরিক ৷ গত 20 বছর ধরে আমেরিকার বাসিন্দা তিনি ৷ বহুবার ধর্মান্ধদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেলেও শুক্রবারের আগে পর্যন্ত তাঁর জীবন 'স্বাভাবিক'ই ছিল ৷ তাতে যে এভাবে ছন্দপতন হবে, তা কেউই ভাবতে পারেননি ৷

Last Updated : Aug 13, 2022, 3:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details