দিল্লি, 12 জুন:'ঘৃণামূলক বক্তৃতা এবং ইসলামফোবিয়া' নিয়ে এবার অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) মুখ খোলা উচিত ৷ রবিবার এই দাবি তুলেছেন কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ পয়গম্বর বিতর্ক (Prophet Remarks Row) নিয়ে গোটা দেশে অশান্তি ছড়িয়েছে ৷ ভারত সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে আরব দুনিয়া ৷ আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গোটা ঘটনায় সমালোচনার কেন্দ্রে থাকা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দলের বিরুদ্ধে পদক্ষেপও করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি ৷ কিন্তু, তারপরও এ নিয়ে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী ৷ তাঁর এই অবস্থান নিয়েই এবার প্রশ্ন তুললেন শশী ৷
এই প্রসঙ্গে শশী বলেন, ইদানিংকালে মুসলিম রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ভারত সরকার ৷ কিন্তু, ঘটনায় গোটা প্রক্রিয়াটাই কার্যত বিশ বাঁও জলে চলে গিয়েছে ৷ শশী মনে করেন, যেভাবে একজনের একটি মন্তব্যকে ঘিরে চারিদিকে আলোড়ন পড়ে গিয়েছে, তা থেকেই বোঝা যাচ্ছে, অবিলম্বে এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা দরকার ৷ কংগ্রেস নেতা বলেন, "আমার মনে হয়, আমাদের দেশে যেভাবে বারবার ঘৃণামূলক ভাষণ দেওয়া হচ্ছে এবং ইসলামফোবিয়ার বশবর্তী হয়ে একের পর এক ঘটনা ঘটে চলেছে, তা নিয়ে মুখ খোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে এটাই সেরা সময় ৷ কারণ, প্রধানমন্ত্রীর এই মৌনতার কেউ কেউ ভুল ব্যাখ্য়াও করতে পারেন ৷"