রায়পুর, 31 জুলাই: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলা নিয়ে অধীর চৌধুরীর পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ অনুরোধ করলেন, এ নিয়ে অহেতুক চর্চা শেষ করতে ৷ দেশে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয় আছে ৷ ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের একটি সর্বভারতীয় সভায় (All India Professional Congress) বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা বলেন (Shashi Tharoor defends Adhir Ranjan Chowdhury over President Remark Row) ৷
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জনকে সংসদে দাঁড়িয়ে কথাই বলতে দেওয়া হয়নি ৷ থারুর বলেন, "সংসদে ঢোকার আগেই অধীর জানিয়েছেন যে তিনি ভুল করে ফেলেছেন ৷ এর পিছনে কোনও খারাপ উদ্দেশ্য নেই ৷ তাঁকে কথা বলতেই দেওয়া হল না ৷" এদিকে স্মৃতি ইরানি 10 মিনিট ধরে কথা বলে গেলেন ৷ তাঁকে কেউ থামাননি, অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার ৷
এবার এই বিষয়টি থেকে বেরনো উচিত ৷ শশী বলেন, "একজনকে তো কিছু বলতে দিতে হবে ৷ অধীর দু-দু'বার বলতে চেষ্টা করেছেন ৷ কিন্তু তাঁর মাইকটাই অন করা হয়নি ৷" এর সঙ্গে সরকারের দুর্নীতি জড়িত নয়, আর না-তো তাঁকে অবহেলা করা হয়েছে ৷ অধীরের হিন্দি উচ্চারণে ত্রুটি প্রসঙ্গে তিনি নিজের তুলনা টেনে বলেন, "একজন, যাঁর হিন্দি হয়তো আমার মতন, একটা ভুল করে ফেলেছেন ৷ তিনি সেটা মেনেও নিয়েছেন ৷ এবার এটা ছেড়ে এগিয়ে চলুন ৷"